Select Page

এক মাসে ৬ ছবি, এবার দর্শকের দায়িত্ব

এক মাসে ৬ ছবি, এবার দর্শকের দায়িত্ব

অক্টোবর মাস জুড়ে মুক্তি পাচ্ছে ৬টি সিনেমা। প্রতিটি সিনেমাই গল্প, নির্মাণ বা স্টার কাস্ট আলাদা আলাদা। এ ধরনের একঝাঁক সিনেমার মুক্তি কাছাকাছি সময়ে খুব কমই হয়। এবার দর্শকের দায়িত্ব। তারাই প্রমাণ দিতে পারেন সিনেমা দেখতে কতটা ভালোবাসেন।

মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’, মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’, বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’, ইমতিয়াজ আহমেদ বিজনের ‘মাটির প্রজার দেশে’ ও সারোয়ার হোসেনের ‘খাসজমিন’।

‘দুলাভাই জিন্দাবাদ’ নিয়ে অনেকদিন পর পুরনো অবতারে পর্দায় ফিরছেন ডিপজল। যার দর্শকরা মোটামুটি নিয়মিতই হলে যান। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় আরো অভিনয় করেছেন মৌসুমী, মিম, বাপ্পি, নাদের খান ও আহমেদ শরীফ। মুক্তি পাবে ২০ অক্টোবর।

একইদিন মুক্তি পেতে পারে ‘খাসজমিন’। নির্মাতা সারোয়ার হোসেন বলেন, আমার ছবির গল্পটি মৌলিক। অভিনয় করেছেন সাইমন ও বিপাশা কবির।

তবে মাসের প্রথম শুক্রবার ৬ অক্টোবর ঝড় তুলবে আরিফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’। পরিচালনা করেছেন দীপংকর দীপন। কপ থ্রিলারটি বছর দুই ধরে আলোচনায় রয়েছে।

ছোট পর্দার নির্মাতা বদরুল আনাম সৌদ ‘গহীন বালুচর’ আসবে ২০ অক্টোবর। একটি চর জাগার গল্পকে কেন্দ্র করে ছবির গল্প এগিয়েছে। অভিনয় করেছেন মুন, নীলা, সুবর্ণা মুস্তফা, আসাদসহ অনেকে।

অন্যদিকে ইমতিয়াজ আহমেদ বিজনের পরিচালনায় ‘মাটির প্রজার দেশে’ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে ৬ অক্টোবর।

আর মাসের শেষ শুক্রবার ২৭ অক্টোবর শোরগোল তুলবে  মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ছবি ‘ডুব’। বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পাবে। অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, তিশা, কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র ও বলিউড অভিনেতা ইরফান খান।

সব মিলিয়ে পরিবেশক-প্রদর্শকদের আশা, অক্টোবর মাসজুড়ে তাদের মুখে হাসি থাকবে। একই সময়ে এত ভিন্ন ভিন্ন ধরনের সিনেমা কমই মুক্তি পায়। জয় হোক বাংলা সিনেমার।


Leave a reply