Select Page

এগুলার বাইরে আরও স্টোরি আছে… ‘দহন’ ট্রেলার

এগুলার বাইরে আরও স্টোরি আছে… ‘দহন’ ট্রেলার

# গল্পের মূল কাঠামো দাঁড়িয়ে আছে কয়েক বছর আগে সংঘটিত আগুন সন্ত্রাস নিয়ে
# পুরো গল্পটাই তো বলে দিয়েছে… এমন মন্তব্য কোনো কোনো দর্শকের
# কিন্তু অন্যতম চরিত্র বলছে, এগুলার বাইরে আরও স্টোরি আছে।
# ‘অতিপ্রতীক্ষিত সিনেমা’ শব্দটির প্রতি সুবিচার করেছে ‘দহন

পুরো গল্পটাই তো বলে দিয়েছে… এমন মন্তব্য কোনো কোনো দর্শকের। কিন্তু সিনেমার অন্যতম চরিত্র জাকিয়া বারী মম বলছেন, ‘তুলা শুধুমাত্র বোমাবাজ, আসামি নয়- এগুলার বাইরে আরও স্টোরি আছে।’ যার আভাস পাওয়া যায় তিন মিনিটের ট্রেলারে।

বলা হচ্ছে, বৃহস্পতিবার রাতে প্রকাশ হওয়া ‘দহন’ ট্রেলার নিয়ে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটির প্রধান দুই চরিত্রে আছেন সিয়াম ও পূজা। তাদের হৃদয় বিদারক কাহিনীতে এগিয়েছে সিনেমাটির গল্প। ফাঁকে ফাঁকে এসেছে অন্য চরিত্রগুলো। আর গল্পের মূল কাঠামো দাঁড়িয়ে আছে কয়েক বছর আগে সংঘটিত আগুন সন্ত্রাস নিয়ে।

ট্রেলারটি প্রকাশের পরপরই সোশ্যাল মাধ্যমে ইতিবাচক রিভিউ পাওয়া গেছে। অনেকেই বলছে পুরো গল্প দেওয়া হয়েছে। কিন্তু টুইস্ট ধরে রাখা তো সব সিনেমার মূল কাজ হতে পারে না। বরং গল্পটা আকর্ষণ ধরে রেখেছে কি-না সেটাই মূল বিষয়। ‘দহন’-এর ক্ষেত্রে তা-ই হয়েছে। গল্পের অনেকটা জানা গেলেও আকর্ষণ একটুও কমেনি। এছাড়া হলফ করেও বলা যায় না- পুরো প্লট লাইন বলে দেওয়া আছে বা কোনো টুইস্ট নেই। দেখা যাক ‘পোড়ামন ২’ এর মতো কোন চমক রেখেছেন রায়হান রাফি।

ট্রেলারটিতে পাওয়া গেছে চমৎকার ভিজ্যুয়াল। বিশেষ করে বাসে আগুনের দৃশ্যটি ভয়াবহতার আঁচ দেখাতে পেরেছে। ‘পোড়ামন ২’ এর মতো ব্যবহার হয়েছে একটি লোকগান। তবে ছিল না আগে প্রকাশিত দুই গানের কোনো অংশ। যা ভিডিওটিকে টান টান রেখেছে।

সিয়াম-পূজার অভিনয় মন কেড়ে নিয়েছে। মম-ফজলুল রহমান বাবু যথারীতি দারুণ। এছাড়াও আরও কিছু চরিত্র দেখা গেছে। যাদের টুকরো মুহূর্ত তুলে ধরা হয়েছে ট্রেলারে। যার কি-না আগুন সন্ত্রাসে শিকার।

সব মিলিয়ে ‘অতিপ্রতীক্ষিত সিনেমা’ শব্দটির প্রতি সুবিচার করেছে ‘দহন’। বাকিটুকু দেখা যাবে সিনেমা হলে ৩০ নভেম্বর থেকে।

https://www.youtube.com/watch?v=TmtoE-yZigs&feature=share&fbclid=IwAR0CQeOB8ffpGX_vceyfFVaMALzps-nA_dQJbPYSBHhSCi5q2DCpueZ4Rzg

 

 


Leave a reply