Select Page

এপ্রিলে শুরু মাসুদ রানা

এপ্রিলে শুরু মাসুদ রানা

# এগিয়ে যাচ্ছে মাসুদ রানা সিরিজের প্রথম সিনেমার প্রি-প্রডাকশন
# বাংলা চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে, লেখা হচ্ছে ইংরেজিতেও
# দৃশ্যায়ন শুরু হবে এপ্রিলে
# নায়ক খোঁজা হচ্ছে রিয়েলিটি শো’র মাধ্যমে। নায়িকা ও ভিলেন চরিত্রে থাকবে চমক

কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ শুরু হবে এপ্রিল। জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এ খবর জানা গেছে। ইতোমধ্যে শেষ হয়েছে চিত্রনাট্যের কাজ।

বাংলাদেশ থেকে ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন নাজিম উদ দৌলা। আর ইংরেজিতে লিখছেন আসিফ আকবর, যিনি সিনেমাটির পরিচালনায় থাকছেন বলে শোনা যাচ্ছে।

প্রযোজক আব্দুল আজিজ জানান, বাংলা ও ইংরেজি-এই দুই ভাষাতে নির্মিত হবে মাসুদ রানার ছবিটি। আর তাই দুইবার করে ধারণ করা হবে প্রতিটি দৃশ্য। একবার শুটিং হবে বাংলা ভাষায়, আর অন্যবার দৃশ্যধারণ হবে ইংরেজি ভাষায়।

মাঝে গুজব উঠেছিল ‘ধ্বংস পাহাড়’ হচ্ছে না। কিন্তু সারাবাংলা ডটনেটের প্রতিবেদনে জানা যায়, ছবিটির কাজ ভালোভাবেই এগিয়ে চলেছে।

আসিফ আকবরের সঙ্গে অনলাইনে আলাপচারিতার মাধ্যমে চিত্রনাট্যসহ প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান।

মাসুদ রানা চরিত্রে অভিনয়ের জন্য অডিশনের জন্য খোঁজা হচ্ছে অভিনেতা। ভিলেন ‘কবির চৌধুরী’র  চরিত্রে থাকবে বড় চমক। এছাড়াও উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র সুলতা দেবী’র চরিত্রের জন্য অভিনেত্রী খোঁজা হচ্ছে দেশের বাইরে থেকে।


মন্তব্য করুন