এফডিসি বা কোনো সমিতি নয়, সালমানকে স্মরণ করলেন ভক্ত
ভক্তদের বারবার অনুরোধ সত্ত্বেও প্রয়াত সালমান শাহর নামে কোনো কিছুরই নামকরণ করেনি এফডিসি, তথ্য মন্ত্রণালয় বা চলচ্চিত্রকেন্দ্রিক কোনো সমিতি। এবার অসাধারণ এক উদ্যোগ নিয়েছেন তার এক ভক্ত, চলচ্চিত্র প্রযোজক রাশেদ খান। এ নায়কের জনপ্রিয় চলচ্চিত্র ‘স্বপ্নের ঠিকানা’ নামে তৈরি হচ্ছে একটি শুটিং স্পট।
তিনি জানান গাজীপুরে এটি নির্মাণের কাজ চলছে। চলতি বছর ১৯ সেপ্টেম্বর, সালমান শাহর জন্মদিনে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
রাশেদ খান গণমাধ্যমকে বলেন, ‘আমরা (ভক্তরা) তার নামে এফডিসিতে শুটিং ফ্লোরের দাবি করে আসছি। কিন্তু সে ব্যাপারে কর্তৃপক্ষ আজও কোনও উদ্যোগই নেয়নি। তাই নিজেই প্রিয় নায়কের প্রতি ভালোবাসা থেকে শুটিং স্পট নির্মাণ করছি। সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রে এখনও অনুসরণীয় একটি নাম। তাকে সম্মান জানাতেই এই উদ্যোগ।’
আরো জানান, স্থানটি গাজীপুরের উলুখোলায়। শুটিংয়ের পাশাপাশি এটি পিকনিকের জন্যও ভাড়া দেওয়া হবে বলে জানান এই ভক্ত-প্রযোজক।
প্রযোজক রাশেদ খান সম্প্রতি ‘নিশ্চুপ ভালোবাসা’ নামের একটি সিনেমার শুটিং শেষ করেছেন।
১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ‘স্বপ্নের ঠিকানা’। এম এ খালেক পরিচালিত এই ছবিতে সালমানের বিপরীতে ছিলেন শাবনূর। ত্রিভুজ প্রেমের এই গল্পে আরও ছিলেন সোনিয়া। আরও ছিলেন রাজীব, প্রবীর মিত্র, আবুল হায়াত, দিলদার, ডলি জহুর, ব্ল্যাক আনোয়ার, সাঈদ আক্তার প্রমুখ।
বাংলাদেশের ব্যবসাসফল সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘স্বপ্নের ঠিকানা’।