এবার নায়িকা
‘আইটেম গার্ল’ হিসেবেই পরিচিত বিপাশা কবির এবার পুরোদস্তুর নায়িকা। ছবির নাম ‘গুন্ডামি’। পরিচালক সাইমন তারিক। মুক্তি পাবে ১১ মার্চ।
২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় ছিলেন সেরা ষোলোতে। এরপর ছোটপর্দায় অভিনয় শুরু করেন। স্বপ্ন ছিল নায়িকা হওয়ার। কিন্তু জাজ মাল্টিমিডিয়ার কল্যানে হয়ে গেলেন আইটেম গার্ল। ওই প্রতিষ্ঠানের ‘পোড়ামনে’ তাকে অভিনয় করতে দেখা গেছে। কিন্তু নায়িকা তো নন! তাই ‘গুন্ডামি’ দিচ্ছে আলাদা পরিচিতি।
ইতোমধ্যে ৪০টি সিনেমার আইটেম গানে নেচেছেন বিপাশা। এর মধ্যে প্রেক্ষাগৃহে ২৫টি। এবার নায়িকা হওয়ার পালা। ‘গুন্ডামি’ মুক্তির আগেই আরও তিনটি ছবিতে নায়িকা হয়েছেন বিপাশা। সাইমন তারিকের ‘ক্রাইম রোড’, শাহেদ চৌধুরীর ‘আড়াল’ আর সোহেল বাবুর ‘বাজে ছেলে-দ্য লোফার’। সামনে জাজ মাল্টিমিডিয়ার ‘তালাশে’ নায়িকা হচ্ছেন বিপাশা। ছবির নায়ক ওম। পরিচালনা করবেন সৈকত নাসির।
নায়িকা হলেও আইটেম গানে কাজ করার ব্যাপারে কোনো আপত্তি নেই বিপাশার। বললেন, ‘এর মধ্যে ১২টি নতুন ছবির আইটেম গানে কাজ করার প্রস্তাব পেয়েছি।
ভারতের সিল্ক স্মিতা বিপাশার পছন্দের অভিনেত্রী। সুযোগ পেলেই ইউটিউবে তার ছবি দেখেন। বিশ্বাস করেন, একদিন সিল্ক স্মিতার মতো তিনিও ‘আইটেম গার্ল’ থেকে ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকা হবেন।
সূত্র : প্রথম আলো ও কালের কণ্ঠ