এবার প্রযোজনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রযোজনায় একাধিক সিনেমা নির্মিত হয়েছে। সেই তালিকায় এবার যোগ দিচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। খবর প্রথম আলো।
মুক্তিযুদ্ধে চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামের বীরত্ব ও আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে ‘দামপাড়া’।
ছবিতে শামসুল ইসলামের চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস আহমেদ। তার স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় আশনা হাবিব ভাবনা। ভাবনা বলেন, ‘প্রায় এক মাস আগে থেকেই কথাবার্তা চলছিল। এক সপ্তাহে আগে চুক্তিবদ্ধ হয়েছি ছবিটিতে।’
জানা গেছে, যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, পাকিস্তানিদের লক্ষ্যই ছিল চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামকে হত্যা করা। অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করে পাকিস্তানিরা। শহীদ হন তিনি, তবে তার লাশ খুঁজে পাওয়া যায়নি।
২৩ ডিসেম্বর চট্টগ্রামে শুরু হবে ছবিটির শুটিং। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আনন জামান। পরিচালনা করবেন শুদ্ধমান চৈতন।
এ ছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে ছবির নির্মাণের খবর পাওয়া গেছে।