এসকে ছেড়ে জিতের সঙ্গে জাজ!
কলকাতার নির্মাতা প্রতিষ্ঠান এসকে মুভিজের সঙ্গ ছাড়ছে ঢাকার জাজ মাল্টিমিডিয়ার। তার বদলে প্রতিষ্ঠানটির যৌথ প্রযোজনার সঙ্গী হচ্ছে জিতের প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট। এমন খবর দিয়েছে অনলাইন পূর্ব পশ্চিম।
সংবাদমাধ্যমটি বলছে, এই দুই প্রতিষ্ঠানের শেষ ছবি হতে যাচ্ছে ‘নবাব’। এরপর জাজ নতুন বছরে এসকে মুভিজের সঙ্গে নতুন কোনো ছবি করছে না। জাজের চেয়ারম্যান আবদুল আজিজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানানো হয়, জাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে কলকাতার সুপারস্টার জিতের প্রযোজনা প্রতিষ্ঠান গ্রাসরুট এন্টারটেইনমেন্ট। নতুন বছরে জাজ এবং গ্রাসরুট যৌথভাবে ‘বস টু’ ছবিটি নির্মানের প্রস্তুতি নিচ্ছেন।
এই বিষয়ে আবদুল আজিজ কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, এখনও চুক্তি হয়নি। তাই আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারছি না।
বেশ কয়েকদিন আগে কলকাতার স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভারতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করায় বেশ বিপাকে পড়েছেন এসকে মুভিজ। এ কারণেই প্রতিষ্ঠানটি আপাতত নতুন সিনেমা থেকে বিরত থাকবে।
তবে এ নিয়ে এখনো শেষ কথা বলার সময় আসেনি। কারণ ইতোমধ্যে কলকাতার আরেক প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ নানাভাবে বাংলাদেশের ফিল্মবাজারে নাক গলিয়ে আসছে। তাদের সঙ্গে জাজ জোড় বাধে কি-না তাও দেখার বিষয়।