Select Page

এ শহর ‘আয়নাবাজি’র (ভিডিও)

এ শহর ‘আয়নাবাজি’র (ভিডিও)

aynabaji

প্রকাশ হয়েছে অমিতাভ রেজার প্রথম সিনেমা ‘আয়নাবাজি’র আরেকটি গান। নির্মাতার লেখনিতে ‘এ শহর আমার’র সুর ও কণ্ঠ অর্ণবের।

মঙ্গলবার রাতে ইউটিউবে প্রকাশ হওয়া প্রশংসা পাচ্ছে। চঞ্চল চৌধুরীনাবিলা অভিনীত ‘আয়নাবাজি’ মুক্তি পাবে ঈদুল আজহার পর।

এবার পড়ুন ‘এ শহর আমার’ নিয়ে অমিতাভ রেজার দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস—

আমার জন্ম এই শহরে না। কিন্তু জন্মের সাথে সাথেই আমাকে নিয়ে আসা হয় এই শহরের মধ‍্যবিত্ত পাড়া, ভুতের গলিতে। সে সময় কিন্তু প্রতিদিন দুধ দিয়ে যেত দুধওয়ালা। আমার মা প্রতিদিন আমাকে আমার নীচের তলার বাড়ীওয়ালী কাছে রেখে যেত। সে মহিলাকে আমি মা ডাকতাম। সেই মায়ের ভালবাসা আর মমতায়ে আমার শৈশব কেটেছে। মসজিদের ঠিক পাশে আমার বাসা থাকাতে সকালবেলা আজানে ঘুম ভাঙতো আর রাতে মাঝে মাঝে পাড়ার দুই দলের মারামারি হতো হকিস্টিক দিয়ে। সেই বয়সে ঢাকা আমার প্রাণের শহর তখনও হয়ে উঠতে পারে নাই হয়তো। কিন্তু কিশোর পেরিয়ে যখন আমি তরুণ হয়ে উঠি তখন আমার পরিবার বাসা ভাড়া করে কলাবাগান এলাকায়, সেই কলাবাগান, মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগে রিকসা করে ঘুরতে ঘুরতে প্রেম এ পড়ে গেলাম শহরটার। পৃথিবীর যে কোনো শহরই তো ঢাকার থেকে সুন্দর কিন্তু এই শহরের সব ধুলিকণা আমার চেনা, এই শহরের শব্দ আমার তৈরি। তো এদিকে যেমন এই শহরে কুৎসিত আকৃতির ফ্র‍্যাট বাড়ি উঠৈ আমার মন ভেঙ্গে দেয়, তেমনি আরেক দিকে বাইতুল রউফের মতো অসাধারণ মসজিদ আমাকে উৎসাহিত করে, একদিকে নিবরাস মতো ভুল পথিক হয়ে কসাই পরিণত হয় আবার অন‍্যদিকে শহীদ মিনারে কিছু নিভের্জাল তরুণ-তরুণী প্রাণের বন বাচাঁতে চিৎকার করে গান গেয়ে যায়। এই সব দ্বন্দে সভ‍্যতা এগিয়ে যেতে চায় আবার ঠুকরে কেদেঁ উঠে, চোখের পানি আমার বুড়িগঙ্গার কালো হয়ে যায়, অভিমান হয় এই শহরের সাথে, আবার মায়াবী হয়ে উঠে এই শহর আমার সাথে, তাই সেই শহর নিয়ে সিনেমা বানাই, গান বাধি— “এই শহর আমার এই মানুষ আমার”।


Leave a reply