Select Page

ওয়েব সিরিজে ক্রিকেটার অপি

ওয়েব সিরিজে ক্রিকেটার অপি

অনলাইনভিত্তিক ‘ওয়েব সিরিজ’-এর জনপ্রিয়তা বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন বাড়ছে। বাংলাদেশেও এ চেষ্টা অল্প বিস্তব লক্ষণীয়। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে ঈদুল ফিতরে আসছে ‘আমি ক্রিকেটার হতে চাই’।

নাম থেকে বোঝা যাচ্ছে ওয়েব সিরিজটি নির্মিত হবে ক্রিকেটকে কেন্দ্র করে। সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী জানালেন, ঈদের ৭ দিন সন্ধ্যা ৭টায় ইউটিউবে প্রকাশ হবে সাত পর্বের ‘আমি ক্রিকেটার হতে চাই’।

এটি নির্মাণ করছেন জনপ্রিয় টিভি নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। তারই চিত্রনাট্যে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো ও ঈশিকা খান। বিশেষ চমক হিসেবে থাকছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি।

প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে অপি বলেন, ‘কাজটি করে বেশ মজা পেয়েছি। আমি আগেও টিভি নাটকে অভিনয় করেছি, তবে এটি শুধু অনলাইনে প্রচার হবে জেনে- রোমাঞ্চিত হয়েছি। এতে আমাকে দেখানো হবে বর্তমান সময়ের একজন ক্রিকেটার হিসেবে। কাজটি ভালো হয়েছে।’

এদিকে পরিচালক বান্নাহ বলেন, ‘ক্রিকেট নিয়ে দেশের প্রথম ওয়েব সিরিজ। সে হিসেবে অনেক চাপ নিয়ে কাজটি করেছি। চেষ্টা করেছি বিশেষ কিছু করতে। সবসময় মাথায় রেখেছি অনলাইন দর্শকদের আগ্রহের উপর জোর দিতে। আশা করছি কাজটি দেখে মজা পাবেন। পুরো গল্পটি ক্রিকেটকেন্দ্রিক। তবে এরমধ্যে প্রেম, মজা, বিরহ এবং মেসেজ- সবই থাকছে।’

মোশন রকের কারিগরি সহায়তায় ওয়েব সিরিজটি সিএমভির ইউটিউব চ্যানেল ছাড়াও একই সময়ে অবমুক্ত হচ্ছে বাংলা ফ্লিক্স অ্যাপে।


মন্তব্য করুন