কলকাতার তারকাদের আগমনে অস্বস্তি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হয়ে বৃহস্পতিবার ঢাকায় আসছেন কলকাতার বেশ কজন তারকা। এই তালিকায় রয়েছেন পার্লামেন্ট সদস্য-অভিনেতা দেব ও মুনমুন সেন, অভিনেতা প্রসেনজিৎ, নির্মাতা-অভিনেতা গৌতম ঘোষ, কণ্ঠশিল্পী নচিকেতা প্রমুখ।
এ খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অস্বস্তি প্রকাশ করেছেন। কেন না, এর আগে কলকাতার চলচ্চিত্র মুক্তি প্রসঙ্গে সে দেশের অনেক তারকা ও পরিচালক বাংলাদেশে এসেছিলেন। অনেককে গোপনে এসে বৈঠক করে ফিরে যেতেও শোনা গেছে। তবে এবারও সে রকম কিছু হবে কিনা জানা যায়নি।
ভারতীয় দূতাবাসের দেওয়া কর্মসূচি তালিকা অনুযায়ী মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রাত ৮টা ৪০ মিনিটে তারা ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছাবেন। উঠবেন রাজধানীর সোনারগাঁও হোটেলে। আগামীকাল দুপুর ১২টায় এই হোটেলেই রয়েছে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়। বিকেলে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং রাত ১১টা ৪০ মিনিটে দলটি যাবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরদিন ২১ ফেব্রুয়ারি দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিভিন্ন বাণিজ্যিক সংগঠন আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। ওই দিন রাত ৯টায় ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁদের।
গতকাল নিজের ফেসবুক পেজে দেব লিখেছেন, ‘কামিং টু মাই বিউটিফুল বাংলাদেশ টুমোরো। এওয়েটিং অল ইউর লাভ’। একটি সূত্র জানিয়েছে, এবারের সফরে দেবের চলচ্চিত্রবিষয়ক কোনো আলোচনা থাকছে না। এমনকি কদিন আগে মুনমুন সেন পাবনায় যাওয়ার ইচ্ছা জানালেও সে সিদ্ধান্ত বাতিল করেছেন।