Select Page

‘কাট পিছ’ নায়িকা পপি!

‘কাট পিছ’ নায়িকা পপি!

নায়িকা পপির জন্মদিনে একটি পোস্টার উন্মুক্ত করলেন নির্মাতা বুলবুল বিশ্বাস। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

পরিচালক ‘কাট পিছ’ শিরোনামের পোস্টারটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন দেন, “কাট পিছ’ অপেক্ষার পালা শেষ। পপির জন্মদিনের উপহার আমাদের কাটপিছ-এর ফার্স্ট লুক। এভাবেই আজীবন আমাদের এন্টারটেইনড করে যাবেন চিত্রনায়িকা।”

পোস্টারে ‘কুলি’ নায়িকাকে বেশ আবেদনময় ভঙ্গিতে দেখা যায়। তাকে জড়িয়ে আছেন এক পুরুষ, কিন্তু তার চেহারা দেখা যায় না। আবার পোস্টারের মাঝামাঝিতে লেখা আছে ‘সেন্সরড’। পরিচালনার পাশাপাশি গল্প-চিত্রনাট্যও বুলবুল বিশ্বাসের।

তবে সব মিলিয়ে বুলবুল বিশ্বাস কিসের ঘোষণা দিলেন স্পষ্ট নয়। তবে কিছু আগে গণমাধ্যমকে জানান, বেশ আগেই একটি প্রতিষ্ঠানের সাথে সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

‘রাজনীতি’ মুক্তির দেড় বছর হয়ে গেলেও মাঝে কিছু স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ছাড়া কিছু নির্মাণ করেননি বুলবুল। অন্যদিকে পরপর বেশ কয়েকটি সিনেমায় পপির নাম শোনা গেলেও শুটিং ফ্লোরে গেছে মাত্র একটি সিনেমা।

‘কাট পিছ’কে বাংলা সিনেমায় একটি অভিশপ্ত শব্দ হিসেবে ধরা হয়ে থাকে। ঢালিউডে মূলত অশ্লীলতার থাবা গেড়ে বসে মূল সিনেমা বহির্ভূত দৃশ্য সংযোজনের মাধ্যমে, যা কাট পিছ নামে পরিচিতি। অবশ্য ওই সময়ের অনেক সিনেমায় আঙ্গিকগতভাবে সমালোচিত, মূল গান ও দৃশ্যও হতে অনেক খোলামেলা।


Leave a reply