কানাডায় তৃতীয় সপ্তাহ ‘আয়নাবাজি’
১৮ নভেম্বর থেকে কানাডার প্রেক্ষাগৃহে চলছে অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’। টরন্টো, ক্যালগারি ও উইনিপেগ শহরে চলছে ছবিটি।
ছবির গল্পকার, অভিনেতা ও অন্যতম প্রযোজক গাউসুল আলম শাওন জানিয়েছিলেন, কানাডায় দুই সপ্তাহ চালানোর কথা ছিল ‘আয়নাবাজি’। কিন্তু কানাডায় বসবাসরত বাংলাদেশিদের আগ্রহের কারণে টরন্টোর সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আরো এক সপ্তাহ ছবিটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ক্যালগারি ও উইনিপেগে অবশ্য এ সপ্তাহেই শেষ হচ্ছে ছবির প্রদর্শনী।
ভ্যাংকুভার ও মন্টিয়লেও ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন নির্মাতা। এরই মধ্যে অস্ট্রেলিয়ায়ও মুক্তি পেয়েছে ছবিটি। ২৬ ও ২৭ নভেম্বর ছুটির দিনে সিডনির ‘রিডিং সিনেমাজ’ হলের সব টিকিটই অগ্রিম বিক্রি হয়ে যায়। সেখানে টিকিটের মূল্য রাখা হয় ২২ ও ২৫ ডলার। ক্যানবেরা, অ্যাডিলেড ও মেলবোর্নেও প্রদর্শিত হবে ছবিটি।