কারাগারে চমকের পর চমক (ট্রেলার)
কারাগারের প্রথম পর্বে দেখানো হয়েছিল আকাশনগর সেন্ট্রাল জেলের গল্প। যেখানে ৫০ বছর তালাবদ্ধ থাকা ১৪৫ নম্বর সেলে আবির্ভাব হয়েছিল এক রহস্য মানবের।
সেই রহস্যমানবের রহস্য ঘণীভূত হয়ে এমন এক জায়গায় প্রথম পর্ব শেষ হয়েছিল, যেখানে দর্শকেরা হয়েছিল বিহ্ববল, জন্ম হয়েছিল অনেকগুলো প্রশ্নের। সেই প্রশ্ন গুলোর জবাব মেলার কথা কারাগারের দ্বিতীয় পর্বে। সম্প্রতি প্রকাশও হয়েছে ট্রেলার।
নতুন ট্রেলার থেকে বোঝা যায় যে প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল দ্বিতীয় পর্বের গল্প সেখান থেকেই শুরু হচ্ছে। ১৪৫ নম্বর সেলের মিস্ট্রিম্যানকে কথা বলতে দেখা যায়, এর সাথে আরও একজনকে দেখা যায় যার চেহারা হুবহু মিস্ট্রিম্যানের মতো। কিন্তু তাঁর আচরণ, পরিধেয় সবকিছুই বেশ আলাদা। এছাড়া আরো নতুন অনেকগুলো বিষয়ের প্রতি আলোকপাত করা হয়েছে ট্রেইলারে।
কারাগারের দ্বিতীয় পর্বের ট্রেইলার রিলিজের ব্যাপারে মিস্ট্রিম্যান চরিত্রে রূপদানকারী চঞ্চল চৌধুরী বলেন, “কারাগার প্রথম পর্বের যে সাড়া আমরা পেয়েছি তা অভাবনীয়। দর্শকদের প্রতিক্রিয়া ও ভালবাসায় আমাদের পুরো টিম সিক্ত হয়েছে। দ্বিতীয় পর্বে যা দেখানো হবে, ট্রেইলারে তার সামান্যই উঠে এসেছে। আমাকে সম্পূর্ণ ভিন্ন দুইটি রুপে এখানে দেখা যাবে। যদিও বিস্তারিত এখন কিছু বলা যাচ্ছে না। শুধু এটুকু বলতে পারি যে গল্পের গতিবিধি যেভাবে বিস্তার লাভ করেছে, দর্শক তাতে মুগ্ধ হবে।”
কারাগারের পরিচালক সৈয়দ আহমেদ শাওকী এখানে যোগ করেন, “কারাগারে আমি এমন একটি গল্প বলতে চেয়েছি যা আমাদের সামনে খুব বেশি উঠে আসেনি, কিন্তু গল্পের গভীরে একটি নির্মম সত্য আছে। দেশ-বিদেশের দর্শক যেভাবে কারাগারকে ভালবেসে গ্রহণ করেছে, তাতে আমি উদ্বেলিত। আমরা বিশ্বাস করি যে কারাগারের দ্বিতীয় পর্ব দর্শকদের প্রত্যাশার সঠিক মূল্যায়ন করবে।”
সিরিজে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, আফজাল হোসেন, বিজরী বরকতুল্লাহ, তানভিন সুইটি, এ কে আজাদ সেতু, নওফেল জিসান, জয়ন্ত চট্টোপাধ্যায় ও শতাব্দী ওয়াদুদ।
হইচই প্ল্যাটফর্মে ‘কারাগার পার্ট ২’ মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর।