কী আছে কান উৎসবে স্থান পাওয়া ‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে
এ খবর সবার জানা হয়ে গেছে যে, ফ্রান্সের সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘আঁ সার্তে রিগা’-তে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ।
খবরটি প্রকাশের পর সবাই জানতে আগ্রহী কী আছে ‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে। ‘লাইভ ফ্রম ঢাকা’-খ্যাত সাদ একদম নীরবেই বছর দেড় বা দুয়েক আগে ছবিটির কাজ শুরু করেন। নায়িকা হিসেবে দেন আজমেরী হক বাঁধনকে। খবরটি ফাঁস হলেও কঠোর গোপনীয়তা নীতির কারণে আর কিছুই জানা যায়নি। তখন শোনা যায়, ছবিটির নাম ‘মারিয়া’।
এখন জানা যাচ্ছে, বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে ঘিরে এ ছবির গল্প। যেখানে রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবন যাপন করেন। এর মধ্যে এক সন্ধ্যায় কলেজ থেকে বের হওয়ার সময় রেহানা একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হন। এরপর থেকে তিনি এক ছাত্রীর পক্ষে সহকর্মী শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘটনার প্রতিবাদ করেন। একই সময়ে তাঁর ছয় বছরের মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ পাওয়া যায়। এ অবস্থায় অনড় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকেই সেই ছাত্রী ও নিজ সন্তানের ন্যায়বিচারের জন্য লড়তে থাকেন।
বাঁধন ছাড়াও ‘রেহানা মরিয়ম নূর’-এ অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলম প্রমুখ।
প্রটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহপ্রযোজক রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার ও সেন্সমেকারস প্রোডাকশন।
ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, সাউন্ড ডিজাইন করেছেন শৈব তালুকদার।
‘রেহানা মরিয়ম নূর’ পরিচালক সাদের দ্বিতীয় ছবি। ইতিমধ্যে ছবিটির ইন্টারন্যাশনাল সেলসের জন্য জার্মানভিত্তিক সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ফিল্মস বুটিক চুক্তিবদ্ধ হয়েছে।
৩ জুন ফ্রান্সের স্থানীয় সময় বেলা ১১টায় কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ চারটি বিভাগে প্রতিযোগিতা করা ছবিগুলোর তালিকা প্রকাশ করে। এর মধ্যে একটি বিভাগ ‘আঁ সার্তে রিগা’। এ বছর উৎসবের ৭৪তম আয়োজনে ১৮টি দেশের সিনেমা এ বিভাগে প্রতিযোগিতা করবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’।
২০০২ সালে ৫৫তম কান চলচ্চিত্র উৎসবের প্যারালাল বিভাগের অংশ ডিরেক্টরস ফোর্টনাইটে নির্বাচিত হয়েছিল প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ ছবিটি। এবার প্রথমবারের মতো প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিল বাংলাদেশের কোনো ছবি ‘রেহানা মরিয়ম নূর’।