Select Page

কী কাণ্ড! টিভি সিরিয়ালকে সিনেমা বানিয়ে দিল আইস্ক্রিন

কী কাণ্ড! টিভি সিরিয়ালকে সিনেমা বানিয়ে দিল আইস্ক্রিন

চ্যানেল আইয়ে ২০১৮ সালে টিভি সিরিজ হিসেবে প্রচারিত হয়েছিল ‘সাত ভাই চম্পা’। ৬ বছর পর তা হয়ে গেল পূর্ণদৈর্ঘ্য সিনেমা। টিভি সিরিজটিতে সংযোজন-বিয়োজন এনে সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নেওয়া হয়েছে ছাড়পত্র।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিন জানিয়েছে, বাংলার সেই জনপ্রিয় লোকগাঁথা এবার আসছে আইস্ক্রিনে। প্রথমবারের মতো ঐতিহ্যে সমৃদ্ধ ফোক ফ্যান্টাসি গল্প নিয়ে তৈরি ‘সাত ভাই চম্পা (আদি পর্ব ১) ’ মুক্তি দিচ্ছে এই ওটিটি প্ল্যাটফরম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল ১৬ জুন থেকে আইস্ক্রিনের দর্শক প্রিমিয়াম কনটেন্ট হিসেবে এটি উপভোগ করতে পারবেন।

ছোট্ট বালক আমির চাঁদকে রাজমাতা গল্প শোনাতেন। সেই গল্পে ছিল রাজপুত্র ও রাজকণ্যার প্রণয়। বঙ্গের রাজপুত্র বিজয়বাহু ও রাজ জামাতা তাতারখাঁর প্রচণ্ড যুদ্ধ করে হারানো রাজ্যজয়ের কাহিনিসহ বিভিন্ন রূপকথা মেশানো ঐতিহাসিক কাহিনি উঠে আসবে ‘সাত ভাই চম্পা’য়, যেটি প্রথম পর্ব হিসেবে দুই ঘণ্টার বেশি ব্যাপ্তির চলচ্চিত্র আইস্ক্রিনে ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি পাচ্ছে। পরবর্তী শেষ পর্বও আগামীতে মুক্তি দেওয়া হবে।

‘সাত ভাই চম্পা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অমিত সিনহা, শানারাই দেবি শানু, নওশাবা আহমেদ, মুনমুন আহমেদ, আহমেদ শরীফ, মানস বন্দ্যোপাধ্যায়সহ ৫২টি জোনে ২০০ শিল্পী। এটি পরিচালনা করেছেন রিপন নাগ। চিত্রনাট্য করেছেন রিপন নাগ, নাজাকাত খান, ইমতিয়াজ সজিব। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।


মন্তব্য করুন