কৃষ্ণপক্ষের শেষদিন
একটি মাত্র গানের দৃশ্যায়ন বাকি। তার মধ্য দিয়ে সোমবার ক্লোজ হবে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’র ক্যামেরা। তার ইচ্ছা নতুন বছরের ২৯ জানুয়ারিতে মুক্তি পাবে হুমায়ূন আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি। খবর বাংলা ট্রিবিউন।
অনলাইনটিকে নির্মাতা শাওন বলেন, ‘সোমবার সকাল থেকে আমরা আবার শুটিংয়ে যাচ্ছি। আশা করছি সন্ধ্যা নাগাদ ইতি টানতে পারব। সারাদিন নূহাশ পল্লীতে একটা গানের শুট করবো। যাতে অংশ নেবেন রিয়াজ–মাহি।’
রিয়াজের অসুস্থতার এতোদিন কারণে গানটি আটকে ছিল। হুমায়ূন আহমেদের লেখা গানটিতে এসআই টুটুলের সুরে কণ্ঠ দিয়েছেন টুটুল-নাওমি। গানটির কথা এমন- ‘এই চলোনা বৃষ্টিতে ভিজি, চলোনা কন্যা যাই ছাদে’।
শাওন আরো বলেন, ‘আমাদের ইচ্ছা জানুয়ারিতে ছবিটি মুক্তি দেওয়ার। সে লক্ষ্যেই এগুচ্ছি। বাকীটা সময়ের ওপর। কথাতো ছিল ১৩ নভেম্বর ২০১৫। এ দিনটিকে ঘিরে আমাদের কত পরিকল্পনা-স্বপ্ন। রিয়াজ ভাই নিজেও প্রচণ্ড আবেগী এই ছবিটি নিয়ে। তাই এখন আর আগাম বলতে ইচ্ছে করে না। তবে মনে মনে ধরে রাখছি ২৯ জানুয়ারি ২০১৫- এই দিনটি আর মিস হবে না।’
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।