Select Page

কেন ‘বক্স অফিস’ নেই

কেন ‘বক্স অফিস’ নেই

sohel-rana

হলিউড-বলিউড’সহ বেশির ভাগ সিনে ইন্ড্রাস্টির অন্যতম আকর্ষণ বক্স অফিস, টপ চার্ট। কিন্তু বাংলা সিনেমায় তেমন কিছু নেই। মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে দুই-একদিনের আয়ের কিছু রিপোর্ট দেখা যায়, তাও সম্পূর্ণ নয়।

এমনকি নির্মাতারা এ ধরনের রিপোর্টকে অস্বীকারও করেন। নিজেরাও পরিষ্কার করে কিছু বলেন না। মুখে মুথেই নির্ধারিত হিট-ফ্লপ। এ লুকোচুরির কারণ কী?

এ সম্পর্কে অভিনেতা-নির্মাতা সোহেল রানা বলেন, ‘আজকের দিনের পয়েন্ট অব ভিউ থেকে বক্স অফিস হিসাব করা হয় না। কিন্তু এক সময় তো বক্স অফিস ছাড়া খুব কম সিনেমাই হিসাব করা হতো। সে সময় বেশিরভাগ সিনেমাই সিলভার জুবলি, গোল্ডেন জুবলি, ডায়মন্ড জুবিলি হিসেব করা হতো। তখনকার দিনে একটি সিনেমা দশ-পনেরো-বিশ-পঁচিশ সপ্তাহজুড়ে সিনেমা হলে প্রদর্শিত হতো। কিন্তু এখন তো সিনেমাগুলো সিনেমা হলে চলে তিন-দুই-পাঁচ দিন। সেক্ষেত্রে বক্স-অফিস কেমন করে হবে।’

সূত্র : ইত্তেফাক


Leave a reply