Select Page

কেমন মানাবে শুভ-ঐশীকে?

কেমন মানাবে শুভ-ঐশীকে?

‌গত মাসে শুরু হয়েছে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত ‌‘মিশন এক্সট্রিম’-এর দৃশ্যায়ন। তবে প্রকাশ হয়নি কোনো স্থিরচিত্র বা ভিডিও। তাই দর্শকের কাছে অধরাই হয়ে গেছে কেমন হবে তারকাদের লুক।

‘ঢাকা অ্যাটাক’-খ্যাত শুভ ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ঐশীর রসায়ন নিয়ে দর্শক মহলে কথা হচ্ছে শুরু থেকে। সম্প্রতি তাদের এক ফ্রেমে পাওয়া গেল ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৮’ এর আসরে। সেই ছবি অনলাইনে অনেকে শেয়ার করেছেন।

তারা দুজন ক্যামেরাবন্দি হন অনুষ্ঠানের রেড কার্পেটে। তাদের পাওয়া যায় ম্যাচ করা আউটফিটে। আর সেই ছবি শেয়ার করে শুভ ভক্তরা জানাচ্ছেন দুজনকে ভালোই মানাবে।

এদিকে সংবাদমাধ্যমে প্রতিবেদনে জানা যায়, গত ২০ মার্চ ঢাকায় ‘মিশন এক্সট্রিম’র শুটিং শুরু হয়। চলে ২০ এপ্রিল পর্যন্ত। প্রথম লটে শুধু ঢাকা ও এর আশেপাশে সিনেমাটির শুটিং হয়। পরবর্তীতে দেশের বাইরেও উড়াল দেবে ইউনিট।

স্টান্টম্যান ছাড়া ‘মিশন এক্সট্রিম’ সিনেমার ঝুঁকিপূর্ণ দৃশ্যে শুটিং করেছেন শুভ। মারপিট থেকে শুরু করে লাফিয়ে এক দালান থেকে অন্য দালানে পড়ার ঝুঁকি নিয়েছেন তিনি। তবে এর জন্য শুটিংয়ের বেশ কয়েকমাস আগ থেকে নিজেকে প্রস্তুতি করেছেন শুভ। জিমে ঘাম ঝরিয়ে বানিয়েছেন সিক্স প্যাকও।

সিনেমার যুগল পরিচালকের একজন সানী সানোয়ার বলেন, আমরা যতটুকু সম্ভব রিয়েল লোকেশনে শুট করার চেষ্টা করেছি। পুরো ইউনিট আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সবচেয়ে বড় কথা আমরা খুব গুছিয়ে সিনেমাটি ক্যামেরার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পারফেক্ট শট না পাওয়া পর্যন্ত দৃশ্যের শুটিং শেষ করছি না। যদিও এজন্য আমাদের সময়ও বেশি লাগছে।

শুভ প্রসঙ্গে তিনি বলেন, সিনেমাটিতে প্রচুর অ্যাকশন আছে। দৃশ্যগুলোর শুটিংও বেশ ঝুঁকিপূর্ণ। পারকোর  ফাইট থেকে শুরু করে বেশকিছু ফাইট শুভকে করতে হচ্ছে। চমকপ্রদ বিষয় হচ্ছে একটি অ্যাকশন দৃশ্যেও শুভ এখন পর্যন্ত স্টান্টম্যানের সাহায্য নেয়নি, নিজেই করেছেন। বেশ কয়েকবার আঘাতও পেয়েছেন তিনি। আমরা একসঙ্গে ছয়টি ক্যামেরায় অ্যাকশন দৃশ্যগুলোর শুটিং করেছি। যাতে সব অ্যাঙ্গেলে শটগুলো নিখুঁতভাবে পাওয়া যায়। এর ফলে সিনেমায় ভিন্নমাত্রা যোগ হবে।

বাংলাদেশের দ্বিতীয় পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’। এতে আরিফিন শুভ-ঐশী ছাড়াও অভিনয় করছেন অস্ট্রেলিয়া প্রবাসী বলিউড অভিনেত্রী সাদিয়া নাবিলা ও তাসকিন রহমান।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। আরও পরিচালনা করছেন ফয়সাল আহমেদ।


Leave a reply