কে কাটল পরী মনির ডানা?
নাম তার পরী মনি। গান তার ‘ডানাকাটা পরী’। তবে কে কাটল তার ডানা? তার উত্তর মিলল না গানে। পরীকে তো মিলল!
শনিবার রাত ৮টায় প্রকাশ হলো ‘রক্ত’ সিনেমার আইটেম গান ‘ডানাকাটা পরী’। জাজ মাল্টিমিডিয়া বরাবরের মতই ঢাকা-পশ্চিমবঙ্গের ব্যয়বহুল আইটেম গান বলেই খালাস। নির্মাণে চকচকে ভাব থাকলেও, পরীর পোশাক খোলামেলা হলেও ততটা আকর্ষণীয় হয়নি ‘ডানাকাটা পরী’। বলিউডের ‘বেবি ডল’-খ্যাত কণিকা কাপুরের গলায় ছিল না দরকারি উচ্ছ্বাস। ফলে তার সঙ্গে তাল মেলাতে গিয়ে পরীর নাচও রয়েছে কম অভিব্যক্তির।
মানতেই হবে পরীকে আগে দেখা যে কোনো গানের চেয়ে গর্জিয়াস লেগেছে। এছাড়া বাংলা সিনেমায় আগে দেখা যে কোনো আইটেম গান থেকে পরিপাটি হয়েছে।
‘স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে, প্রেমের ছড়াছড়ি, হায়রে কী যে করি, আমি ডানাকাটা পরী’— প্রিয় চট্টোপাধ্যায়ের এমন কথায় গানটির সুর করেছেন আকাশ সেন। কনিকার গায়কী যাই হোক মোটামুটি শোনাই যাচ্ছিল মাঝখানে কোনো কারণ ছাড়াই ভয়েস ছুঁড়ে দিয়ে তাতে ব্যাঘাত ঘটালেন আকাশ। এর আগে কণার একটি গানেও তাকে এমন অযাচিতভাবে পাওয়া গিয়েছিল। কোরিওগ্রাফিতে ছিলেন বাবা যাদব, তিনিও নামের সদ্ব্যবহার করতে পারেননি।
সবমিলিয়ে মনে হয়েছে, জাজের সিনেমাগুলো গুছিয়ে হয়। কিন্তু কিছু চাপ থাকে, যে কারণে অনেককিছু প্রত্যাশা মতো হয় না।
এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকে মাহির ‘ম্যাজিক মামনি’র সঙ্গে ‘ডানকাটা পরী’র তুলনা করছেন। আবার কেউ কেউ বলছেন দুই গানেই নাকি সানি লিওনকে অনুসরণ করা হয়েছে।
আলোচনা যেমনই হোক— ‘ডানাকাটা পরী’ সাড়া ফেলেছে তা বোঝা যাচ্ছে ইউটিউব ভিউয়ার্স দেখে। ইতোমধ্যে দেখা হয়েছে ১ লাখ ৪৩ হাজারের বেশিবার। প্রচুর লাইক পাচ্ছে, ডিজলাইকও কম না!
প্রথম গান হিসেবে আইটেম গান উন্মুক্তকরণ মন্দ না। আশা করা যায় পরের গানগুলোতে আরো চমক থাকবে।