কোথায় দেখবেন ‘গুন্ডামী’
শুক্রবার সারাদেশের ৫২টি হলে মুক্তি পাচ্ছে সায়মন তারিক পরিচালিত ‘গুন্ডামী’। ছবিটিতে প্রথমবারের মত নায়িকা হিসেবে উপস্থিত হতে যাচ্ছেন আইটেম গার্ল বিপাশা কবির। তার বিপরীতে আছেন শাহরিয়াজ।
ছবিটির গল্প ও সংলাপ লিখেছেন কমল সরকার। চিত্রনাট্য লিখেছেন পরিচালক সায়মন তারিক নিজেই। এবার দেখে নিন হল তালিকা—
ঢাকার ভেতর : অভিসার, মুক্তি, বিজিবি, পুনম, চিত্রামহল, এশিয়া, সনি, জোনাকি, গীত, পূর্ণিমা, শাহিন।
ঢাকার বাইরে : নিউগুলশান (জিঞ্জিরা), চম্পাকলি (টঙ্গী), উল্কা (জয়দেবপুর), নন্দিতা (গাজীপুর), ঝংকার (পাঁচকোনা), চলন্তিকা (গোপালদী), পান্না (মুক্তারপুর), হ্যাপি (লক্ষ্মীপুর), মুন (হোমনা), নন্দিতা (সিলেট), সাগরিকা (চালা), মনোয়ার (জামালপুর), হিরামন (নেত্রকোনা), অবসর (ভোলা), রাজমহল (মতলব), পূরবী (চট্টগ্রাম), আনন্দ (কুলিয়ারচর), চাঁদমহল (কাচপুর), সংগীতা (খুলনা), রুনা (চালাকচর), চন্দ্রিমা (শ্রীপুর), নবীন (মানিকগঞ্জ), শাপলা (রংপুর), সংগীতা (সাতক্ষীরা), বনানী (কুষ্টিয়া), চিত্রালী (খুলনা), প্রিয়া (ঝিনাইদহ), মানসী (কিশোরগঞ্জ), সাধনা (রাজবাড়ী), দুলাল (ফেনী), কেয়া (টাঙ্গাইল), কানন (সাগরদীঘি), ছায়াবানী (ময়মনসিংহ), কল্লোল (মধুপুর), মধুমতী (ভৈরব), রূপকথা (শেরপুর), বনলতা (ফরিদপুর), রূপকথা (পাবনা), চিত্রামনি (বোরহানউদ্দিন), মানসী (খোকসা), মধুমতী (কুমিল্লা)।