Select Page

কোথায় পাবেন ‘রুদ্র’র দেখা

কোথায় পাবেন ‘রুদ্র’র দেখা

rudro

শুক্রবার মুক্তি পাচ্ছে সায়েম জাফর ইমামি পরিচালিত ‘রুদ্র’। এবিএম সুমনের বিপরীতে দ্বৈত চরিত্রে দেখা যাবে মডেল-অভিনেত্রী পিয়া বিপাশাকে। এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে পিয়ার।

প্রথমে নাম ছিল ‘রুদ্র দ্য লাভার’, পরে ‘রুদ্র দ্য গ্যাংস্টার’ হয়ে ‘রুদ্র’ নামে মুক্তি পাচ্ছে। অবশ্য ‘দ্য গ্যাংস্টার’ খসে পড়ার কারণ সেন্সর বোর্ড।

রুদ্র নামের এক তরুণ রকস্টার হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু বাস্তব পরিস্থিতি তাকে টেনে নিয়ে যায় স্বপ্ন থেকে অনেক দূরে। হয়ে উঠে গ্যাংস্টার। পারপেল রেইন ফিল্মস প্রযোজিত ‘রুদ্র’তে আরো অভিনয় করেছেন আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, ডন, শতাব্দী ওয়াদুদ, সিরাজ হায়দার, সুব্রত, ববি ও নবাগত লায়ন। আইটেম গানে নেচেছেন মিতু।

এবার দেখে নিন হল তালিকা। ঢাকায় : স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, আনন্দ, পুনম, মিনি গুলশান, আজাদ ও সেনা অডিটোরিয়াম। ঢাকার বাইরে : চম্পাকলি (টঙ্গী), ছায়াবানী (ময়মনসিংহ), সাগরিকা (চালা), উপহার (রাজশাহী), হীরামন (নেত্রকোনা), পুরবী (চট্টগ্রাম),  মমতা (মাধবদী), ভাই ভাই (সখিপুর), শাহিন (বল্লা বাজার), বিনা (পাবনা), কাকলী (শেরপুর), কানন (সাগরদিঘী) ও মালা (শান্তাহার)।


Leave a reply