কোন ধারার ছবি বাছবেন বাপ্পী?
‘আমি তোমার হতে চাই’র ডাবিং নিয়ে বাপ্পী নিন্ম আদালতের গিয়ে সিনেমাটির বিরুদ্ধে স্থগিতাদেশ এনেছেন সপ্তাহখানেক আগে। সময় গড়াতেই জেলা জজ আদালত ঢাকা ওই মামলার উপর স্থগিতাদেশ দেওয়ায় ‘আমি তোমার হতে চাই’র প্রচারণা ও মুক্তিতে বাধা নেই।
এদিকে একইদিন (২৪ নভেম্বর) ইউটিউবে প্রকাশ হয়েছে বাপ্পীর দুই সিনেমার ট্রেলার ও টিজার। অনন্য মামুনের বিরুদ্ধে বাপ্পীর তোলা অভিযোগ ও দুটি সিনেমার ভিডিও খেয়াল করলে দর্শক অনেক পার্থক্য পাবেন।
‘আমি তোমার হতে চাই’ নতুন ধারার নির্মাতা অনন্যর সিনেমা। তার গল্প, নির্মাণ, লোকেশন সবকিছুতে বৈচিত্র্য রয়েছে। কমতি শুধু বাপ্পীর বিপরীতে ডাবিং করেছেন ইভান সাইরের ভরাট গলা।
অন্যদিকে সাফি উদ্দিন সাফি নামি নির্মাতা হলেও ‘মিসডকল’ ট্রেলার অনেককে হতাশ করেছে। সত্যি বলতে কী এ মানের সিনেমা এখন দর্শক চান না। গল্পের সঙ্গে নির্মাণেও স্মার্টনেস চান সবাই।
দিনশেষে ভাবতে হবে অনন্য মানের নির্মাতা ঢালিউডে কম। এ ধারার নির্মাতা গুডবুকে থাকা দরকার তারকাদের। একবার ভাবুন ‘সুইটহার্ট’-এ বাপ্পীর কণ্ঠ শোনানো হলে আপনার কেমন লাগত! জিশান চরিত্রের স্মার্টনেসের সঙ্গে কি বাপ্পীর গলা যেতো? এমন প্রশ্ন সম্ভবত একের পর এক সিনেমা হাতে পাওয়া বাপ্পীর ভালো লাগবে না। আসুন ভিডিও দুটি দেখে নেওয়া যাক—
https://www.youtube.com/watch?v=YOvcSkT3KKo&feature=share