Select Page

কৌশল! ‘ডিটেকটিভ’-এর বদলে মুক্তি পাবে ‘সুলতান’

কৌশল! ‘ডিটেকটিভ’-এর বদলে মুক্তি পাবে ‘সুলতান’

শুক্রবার মুক্তির জন্য প্রচার চালাচ্ছে তিন ছবি— রাহশান নূরের ‘বেঙ্গলি বিউটি’, কলকাতা থেকে সাফটা বাণিজ্য চুক্তিতে আমদানিকৃত  ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান দ্য সেভিয়র’। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নিয়মে বলা আছে ঈদ উৎসব ছাড়া প্রতি সপ্তাহে প্রেক্ষাগৃহে দুটো করে নতুন ছবি মুক্তি পাবে।

পাশাপাশি যে কোনো ছবি বাংলাদেশের সিনেমা হলে মুক্তি দেয়ার জন্য বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশ সমিতিতে মুক্তির তালিকায় নিবন্ধিত হতে হয়। কিন্তু সমিতি বলছে এই তিন ছবির একটিও এখন পর্যন্ত নিবন্ধনের কোনো আবেদন করেনি।

এ সব তথ্য জানা গেল জাগো নিউজের এক প্রতিবেদনে। সমিতির অফিস সেক্রেটারি সমেন্দ্র চন্দ্র রায় অনলাইন নিউজ পোর্টালটিকে জানান, ২০ জুলাইয়ের মুক্তির নিবন্ধন তালিকায় আছে মাল্টিমিডিয়ার অ্যানিমেটেড মুভি ‘ডিটেকটিভ’ ও শাহ আলম মন্ডলের ‘ডনগিরি’।

মজার বিষয় হলো, এই দুটি ছবির কোনোটিই মুক্তিজনিত আলোচনায় নেই। আর ‘ডিটেকটিভ’-এর নিবন্ধনকে কৌশল হিসেবে দেখছেন কেউ কেউ।

‘সুলতান দ্য সেভিয়র’ ছবিটি বাংলাদেশে আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘আমরা ‘সুলতান : দ্য সেভিয়র’ ২০ তারিখেই মুক্তি দেব। সব প্রস্তুতি নেয়া হয়েছে। সেন্সর বোর্ড থেকেও ছাড়পত্র পেয়েছি। আজকালের মধ্যে সার্টিফিকেট হাতে পাবো। তারপর মুক্তির তালিকায় নিবন্ধনের জন্য আবেদন করবো।’

আরো জানালেন, ‘ডিটেকটিভ’ যেহেতু জাজেরই ছবি, তাদের আমদানি করা ‘সুলতান’ মুক্তি দিলে সেটি সরিয়ে নেয়া হবে। মুক্তি দেয়া হবে নতুন কোনো সপ্তাহে।

উল্লেখ্য, বছর কয়েক আগে ‘ডিটেকটিভ’ সিনেমাটির নির্মাণ সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দেয় জাজ। মাঝে কয়েকবার মুক্তির দিনক্ষণ জানালেও আলোর মুখ দেখেনি।

মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দর্শকরা সিনেমাটির আপডেট জানতে চান। এবার তারা জানতে পারলেন, রিলিজ ডেট বুক রাখার জন্য সিনেমাটিকে ব্যবহার করছে জাজ।

বাকি থাকল একটি প্রশ্ন। প্রযোজক-পরিবেশক সমিতির নিবন্ধনের বাইরে সিনেমা মুক্তি কী অবৈধ? এই প্রশ্নের জবাবে সমেন্দ্র বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে অবৈধ নয়। তবে সমিতিতে নিবন্ধিত না হলে চলচ্চিত্রটি ‘একঘরে’ হিসেবেই বিবেচিত হবে। ওই ছবির প্রযোজক-পরিচালকরা কখনোই এফডিসি সংশ্লিষ্ট সংগঠনের সুবিধা পাবে না। ছবিটির কোনো তথ্যই থাকবে না কোথাও।’


Leave a reply