খবরে নেই ‘ডুব’
তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিএফডিসি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত‘ডুব’-এর অনাপত্তিপত্র বাতিল করেছিল ফেব্রুয়ারিতে। কারণ ছিল হুমায়ূন আহমেদ পত্নী মেহের আফরোজ শাওনের আপত্তি জানিয়ে দেওয়া চিঠি। এরপর দুই মাস কেটে গেলেও সিনেমাটি নিয়ে নতুন কোনো খবর নেই।
২০১৬ সালের ৮ মার্চ বিএফডিসির যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির কাছ থেকে ‘ডুব’-এর চিত্রনাট্য অনুমোদন পায়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সিনেমাটির প্রদর্শনী সাপেক্ষে প্রিভিউ কমিটি থেকে অনাপত্তিপত্র পায় ১৫ ফেব্রুয়ারি। কিন্তু পরদিনই জানানো হয়, তথ্য মন্ত্রণালয়ের আদেশক্রমে অনাপত্তি বাতিল করেছে বিএফডিসি।
মার্চে জানানো হয়, বিএফডিসির এমডি তপন কুমার ঘোষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র আছেন। তিনি ফিরলেই সিদ্ধান্ত হবে। এরপর কোনো সুরাহা হয়নি।
এদিকে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বারবার নিশ্চিত করেছিল বৈশাখে ‘ডুব’ মুক্তি পাবে। এ নিয়ে এখন দুইপক্ষ নীরব।
‘ডুব’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা ইরফান খান। তিনি সিনেমাটির সহ-প্রযোজকও। আরো অভিনয় করেছেন ঢাকার নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্নো মিত্র। যৌথভাবে প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।