খুশির খবর! কানের অফিশিয়াল সিলেকশনে বাংলাদেশি সিনেমা
বৃহস্পতিবার প্যারিসে ঘোষিত হয়েছে কান ফেস্টিভ্যালের ২০২১ কিস্তির অফিশিয়াল সিলেকশন। সেই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’।
বলা হচ্ছে, অফিশিয়াল সিলেকশনে স্থান পাওয়ায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি সিনেমার জন্য সবচেয়ে বড় অর্জনটি এলো সাদের হাত ধরে।
খবরটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় আবদুল্লাহ মোহাম্মদ সাদকে অভিনন্দন জানিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী, নুরুল আলম আতিক ও অমিতাভ রেজা চৌধুরীসহ অনেকে।
কানের ওয়েবসাইট সূত্রে জানা যায়, আন সার্তেন রিগার্দ বিভাগে ছবিটি স্থান পেয়েছে। ১৯৭৮ সালে গিলস জ্যাকব এ বিভাগের সূচনা করেন।
আন সার্তেন রিগার্দের অর্থ ‘ভিন্ন দৃষ্টিকোণ থেকে’, এ বিভাগে অপ্রথাগত শৈলী ও গল্পকে স্বীকৃতি দেওয়া হয়। তরুণ মেধাবীদের উৎসাহিত করা হয় এ বিভাগে।
ফিচার ফিল্ম হিসেবে ‘রেহানা মরিয়ম নূর’ সাদের দ্বিতীয় চলচ্চিত্র। বেশ গোপনীয়তার মাঝে বছর দু-এক ধরে ছবিটির শুটিং হয়। এ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি নির্মাতা।
জানা যায়, এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন।
২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে প্রথমে বিদেশে আলোচিত হন সাদ, যদিও সিনেমাটি বাংলাদেশে ২০১৯ সালে মাত্র একটি হলে মুক্তি পায়।
মোস্তফা মনোয়ার ও তাসনোভা তামান্না অভিনীত ‘লাইভ ফ্রম ঢাকা’ বিশ্বের বেশ কয়েকটি নামকরা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ও পুরস্কার পায়। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ও অভিনেতার পুরস্কার পায়। রটারডম, লোকার্নো, সিনেইউরোপাসহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।
এর আগে ২০০২ সালে কান উৎসবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন তারেক মাসুদ। সে বছর তার ‘মাটির ময়না’ ছবিটি ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগের জন্য নির্বাচিত হয়েছিল।