Select Page

‘ঘেটুপুত্র কমলা’র ঝুলিতে নয় পুরস্কার

‘ঘেটুপুত্র কমলা’র ঝুলিতে নয় পুরস্কার

Ghetuputro-komola-B-217x275জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২-এর ২৫টি শাখার মধ্যে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘ঘেটুপুত্র কমলা‘র ঝুলিতেই যাচ্ছে নয়টি পুরষ্কার। পুরষ্কারটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে এই বছরের ডিসেম্বরে। একটি সংবাদমাধ্যমের বরাতে এই খবরটি জানা গেছে।

পুরস্কারগুলো হচ্ছে- শ্রেষ্ঠ পরিচালক হুমায়ূন আহমেদ, শ্রেষ্ঠ কাহিনীকার- হুমায়ূন আহমেদ, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার- হুমায়ূন আহমেদ , শ্রেষ্ঠ শিশুশিল্পী মামুন, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, শ্রেষ্ঠ সংগীত পরিচালক ইমন সাহা , শ্রেষ্ঠ রূপসজ্জা খলিলুর রহমান, শ্রেষ্ঠ অঙ্গসজ্জা ও পোশাক পরিচ্ছদ এসএম মাইনুদ্দিন ফুয়াদ ও শ্রেষ্ঠ সম্পাদক সলিমুল্লাহ সলি

এটি নন্দিত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের সর্বশেষ চলচ্চিত্র। চলচ্চিত্রটি মুক্তি পায় ৭ সেপ্টেম্বর ২০১২।

২০১২ সালে অন্যান্য শাখায় পুরস্কারের জন্য যারা চূড়ান্ত হয়েছেন তারা হলেন- শ্রেষ্ঠ চলচ্চিত্র (উত্তরের সুর, প্রযোজক ফরিদুর রেজা সাগর), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা রেদওয়ান রনি (চোরাবালি), প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা শাকিব খান (খোদার পরে মা), প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া আহসান (চোরাবালি), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা রাজ্জাক (ও আমার দেশের মাটি), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী লুসি (উত্তরের সুর), খলচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা শহীদুজ্জামান সেলিম (চোরাবালি), শ্রেষ্ঠ গায়ক পলাশ (খোদার পরে মা), শ্রেষ্ঠ গায়িকা রুনা লায়লা (তুমি আসবে বলে), শ্রেষ্ঠ সুরকার ইমন সাহা (পিতা), শ্রেষ্ঠ গীতিকার মিল্টন খন্দকার (খোদার পরে মা), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাগ (চোরাবালি), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক কলন্তর ও উত্তম গুহ (রাজা সূর্য খাঁ)। এছাড়াও আজীবন সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট অভিনেতা খলিল উল্লাহ খান

সূত্র: মানবজমিন


১ Comment

Leave a reply