চট্টগ্রামের দর্শকদের জন্য সুখবর! দুইদিনে ‘আলফা’র সাত শো
নাসির উদ্দীন ইউসুফের তৃতীয় ছবি ‘আলফা’ মুক্তি পেয়েছিল ২৬ এপ্রিল। বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার স্টার সিনেপ্লেক্স, শ্যামলী সিনেমায় ও চট্টগ্রামের প্লাটিনামে সেই সময় দেখেছেন দর্শক। তবে অনেক আফসোস রয়ে গেছে সময় বের ছবিটি দেখতে পারার। এবার চট্টগ্রামের দর্শকরা পাচ্ছেন সেই সুযোগ।
দুইদিনে ‘আলফা’র মোট সাতটি শো হতে যাচ্ছে বন্দরনগরীতে।
এ নিয়ে নাসির উদ্দীন ইউসুফ সোশ্যাল মিডিয়া লেখেন, কাল ২৮ জুন শুক্রবার ও পরশু ২৯ জুন শনিবার চট্টগ্রাম থিয়েটার ইন্যুস্টিটিউটে আমার পরিচালিত সিনেমা “আলফা”র ৭টি প্রদর্শনী। আমি কাল উদ্ধোধনী প্রদর্শনীতে (সকাল ১১.০০ টায়) থিয়েটার ইন্যুস্টিটিউট চট্টগ্রামে উপস্থিত থাকব। চট্টগ্রামের সকল চলচ্চিত্র প্রেমিক ও বন্ধুদের আলফা’র বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণ জানাচ্ছি।
জানা গেছে, এর মধ্যে শুক্রবার হবে তিনটি শো, বাকিগুলো হবে পরদিন।
এ দিকে ১৩ জুলাই বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘আলফা’ ছবিটির বিশেষ এই প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। প্রদর্শনীর পাশাপাশি ছবিটি নিয়ে মুক্ত আলোচনাও হবে সেখানে। দেশের বরেণ্য ব্যক্তিবর্গ কথা বলবেন ছবিটি নিয়ে। বিষয়টি নিশ্চিত নাসির উদ্দীন ইউসুফ নিজেই।
এরই মধ্যে ‘আলফা’ আসন্ন সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য বাংলাদেশ থেকে সরকারিভাবে পাঠানো হয়েছে।
তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনি। এখানে ফুটে উঠেছে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন।
‘আলফা’র মূল চরিত্রে অভিনয় করেছেন আলমগীর কবির ও দোয়েল ম্যাশ। আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজুর নূর ইমরান ও ভাস্কর রাসা।
ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ প্রযোজিত এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সম্পাদনায় ছিলেন ক্যাথরিন মাসুদ।