চতুর্থ সপ্তাহেও ‘দহন’ ঝড়, দেখুন হল তালিকা
# চতুর্থ সপ্তাহেও ‘দহন’ চলছে সাম্প্রতিক অন্য যে কোনো ছবির চেয়ে বেশি হলে
# আগের সপ্তাহে ৮০টি হলে প্রদর্শিত হয়, চলতি সপ্তাহে চলছে ৩৯ হলে
# আছে নাকি আপনার কাছের প্রেক্ষাগৃহ? দেখে নিন পুরো তালিকা
রায়হান রাফী পরিচালিত ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও সিয়াম। প্রথম সপ্তাহে দেশের ৪৬টি হলে মুক্তি পেলেও প্রতি সপ্তাহেই হল সংখ্যা বাড়ছে। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ছিল যথাক্রমে ৭৬ ও ৮০টি হলে। এ সপ্তাহে চলছে ৩৯ হলে।
‘দহন’-এর চিত্রনাট্য রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল। সিনেমায় সিয়ামকে একজন নেশাগ্রস্ত যুবক আর পূজাকে একজন পোশাককর্মীর চরিত্রে দেখা যায়। আর ছোটপর্দার অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনয় করেছেন সাংবাদিকের চরিত্রে। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, মুনিরা মিঠু, রাজ রীপা, শিমুল খান, হারুন রশীদ, সুষমা সরকার, রাইসা প্রমুখ।
দেখে নিন হল তালিকা-
ঢাকা : স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, বলাকা সিনেওয়ার্ল্ড, রাজমনি, শাহীন ও পুনম সিনেমা।
ঢাকার বাইরে : সিলভার স্ক্রিন – চট্টগ্রাম । মম ইন – বগুড়া । রানীমহল – ডেমরা । ছায়াবানী – ময়মনসিংহ । লিবার্টি – খুলনা । শঙ্খ – খুলনা । আয়না – আক্কেলপুর । বাবুল – নওহাটা । রূপকথা – শেরপুর । চলন্তিকা – গোপালদী । চাঁদমহল – কাঁচপুর । ছন্দা – পটিয়া । ঝংকার – পাচদোনা । মধুমিতা – মাগুরা । মোহনা – কোনাবাড়ি । মমতাজ – সিরাজগঞ্জ । মুন – হোমনা । নবীন – মানিকগঞ্জ । আলোছায়া – শরিয়াতপুর । তামান্না – সৈয়দপুর । বনলতা – ফরিদপুর । পূর্বাশা – সান্তাহার । লাইটহাউজ- পারুলিয়া । আশা – মেলান্দহ । রংধনু – নাজিপুর । পান্না – মুক্তারপুর । বিজিবি – সিলেট । ময়ূরী – বাঘআচড়া । অভিসার – ঢাকা । পৃথিবী – জয়পুরহাট । তাজ – গাইবান্ধা । মধুমিতা – ভৈরব।