চলচ্চিত্র উৎসব ও চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের তিন যুগ পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে তিনদিন ব্যাপী চলচ্চিত্র উৎসব ও পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আয়োজিত উৎস অনুষ্ঠিত হবে ১৫ মে থেকে ১৭ মে পর্যন্ত।
১৫ মে বিকাল ৪ টায় উৎসব উদ্বোধন করবেন লেখক সৈয়দ শামসুল হক। এরপর সালাহউদ্দিন পরিচালিত ‘সুর্যস্নান’(১৯৬২) ও নারায়ন ঘোষ মিতা পরিচালিত ‘নীল আকাশের নীচে’(১৯৬৯) চলচ্চিত্র দুটি প্রদর্শিত হবে।
১৬ মে বিকেল ৪ টা থেকে প্রদর্শিত হবে কাজী জহির পরিচালিত ‘অবুঝ মন’(১৯৭২) ও প্রমোদকার পরিচালিত ‘সুজন সখি’(১৯৭৫) চলচ্চিত্র দুটি প্রদর্শন করা হবে।
১৭ মে বিকেল ৪টায় রয়েছে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় তথ্য সচিব মরতুজা আহমদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম।
আলোচনা অনুষ্ঠানের পর সাড়ে ৫ টায় আলমগীর কবির পরিচালিত ‘ধীরে বহে মেঘনা’(১৯৭৩) চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
উৎসবের তিনদিনই উৎসবস্থলে বিভিন্ন সময়ে নির্মিত বাংলাদেশী চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী চলবে। উৎসব সকলের জন্য উন্মুক্ত।