Select Page

চলচ্চিত্র পরিবার বনাম প্রদর্শক সমিতি : বিরোধ তবে মিটল!

চলচ্চিত্র পরিবার বনাম প্রদর্শক সমিতি : বিরোধ তবে মিটল!

চলচ্চিত্র প্রদর্শক সমিতি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় মঙ্গলবার  জানানো হয়, হল মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নওশাদের ওপর হামলার বিচার না হওয়ায় চিত্রনায়ক জায়েদ খান, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন ও মুশফিকুর রহমান গুলজারের কোনো ছবি বাংলাদেশের সিনেমা হলে প্রদর্শিত হবে না।

এর আগে ১১ জুলাই চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা মিশা সওদাগর ও প্রযোজক খসরুর কোনো ছবি চালাবে না বলে ঘোষণা দেয় প্রদর্শক সমিতির সদস্য হল মালিকরা।

এবার সম্ভবত বিরোধের মীমাংসা হয়ে গেল। সদ্য প্রকাশিত এক ছবিতে দেখা গেল মিশা, রিয়াজ, জায়েদ, খসরুর হাত থেকে ফুলের তোড়া নিচ্ছেন নওশাদ। উপস্থিত আছেন ফারুকসহ অনেকে। সেই ছবি ফেসবুকে শেয়ার করেছেন জায়েদ খান।

ঈদুল ফিতরের আগে ‘যৌথ প্রতারণা’বিরোধী আন্দোলনের সময় বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের সদস্যদের হাতে সেন্সর বোর্ডের সামনে লাঞ্ছিত হন নওশাদ। এ নিয়ে নায়ক-প্রযোজক-নির্মাতাদের প্রতি নিষেধাজ্ঞা ছুড়ে দেয় প্রদর্শক সমিতি।


Leave a reply