চলচ্চিত্র শিল্পীদের ভাতা কমলো
চলচ্চিত্রশিল্পের মন্দাভাব কাটছে না। ডিজিটাল প্রযুক্তির কারণে ছবির মান উন্নত হয়েছে, ছবির নির্মান ব্যয় তুলনামূলকভাবে কমেছে এবং ছবির সংখ্যা বেড়েছে, কিন্তু এতদসত্ত্বেও চলচ্চিত্রশিল্পের উন্নতি হয় নি। বাধ্য হয়েই নিজেদের ত্যাগ স্বীকারের উদ্যোগ নিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ফলাফল হিসেবে চলচ্চিত্র শিল্পীদের দৈনিক ভাতার পরিমান কমলো।
সম্প্রতি চলচ্চিত্রের তিনটি প্রধান সংগঠন প্রযোজক সমিতি, পরিচালক সমিতি ও শিল্পী সমিতির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে শিল্পীদের দৈনিক ভাতার পরিমান কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর ফলে ছবিতে কাজ করার জন্য নির্দিষ্ট পারিশ্রমিকের বাহিরে শিল্পীরা সকাল-দুপুর-সন্ধ্যার খাবার এবং যাতায়াত বাবদ যে ভাতা পেতেন তার চেয়ে কম ভাতা পাবেন। চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান এ বাবদ আগে পেতেন দৈনিক ২৫০০ টাকা যা বর্তমান সিদ্ধান্ত অনুসারে ১২০০ টাকায় দাড়িয়েছে। একইভাবে অন্যান্য শিল্পীদের দৈনিক ভাতার পরিমানও কমেছে।
এছাড়াও এখন থেকে দৈনিক দুই শিফটে শ্যুটিং করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম শিফট সকাল ১০টা থেকে শুরু করে টানা বিকাল চারটা এবং দ্বিতীয় শিফট বিকার পাঁচটা থেকে শুরু করে টানা রাত দশটা পর্যন্ত নির্ধারন করা হয়েছে।
সূত্র: বাংলামেইল