চলে গেলেন মহম্মদ হাননান
চলে গেলেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মহম্মদ হাননান। মঙ্গলবার ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় মারা যান তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
বিএফডিসিতে বুধবার দুপুর সাড়ে ১২টায় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বরিশালে দাফন করা হবে।
১৯৪৯ সালের ১৪ই ডিসেম্বর বরিশালের কড়াপুরে। বেবী ইসলামের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে তার কর্ম জীবন শুরু হয়। ১৯৮৫ সালে ‘রাই বিনোদিনী’ চলচ্চিত্র নির্মাণের মধ্যদিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে তার যাত্রা শুরু হয়।
তার পরিচালিত অন্যান্য উল্লেখযোগ্য ছবি হচ্ছে ‘মালা বদল’, ‘মাইয়ার নাম ময়না’ , ‘অবরোধ’, ‘বিচ্ছেদ’, ‘বিক্ষোভ’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘সাবধান’, ‘খবরদার’, ‘দলপতি’, ‘পড়েনা চোখের পলক’। ‘সাহসী মানুষ চাই’, ‘নয়ন ভরা জল’, ‘জীবন এক সংঘর্ষ’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘টিপটিপ বৃষ্টি’ ইত্যাদি। তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘শিখন্ডি কথা’ । চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি নাটকও পরিচালনা করেছেন ।
তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি।