Select Page

ছবিয়াল হাজির!

ছবিয়াল হাজির!

একঝাঁক তরুণ নির্মাতা নিয়ে ২০০০ সালে ‘ছবিয়াল’ শুরু করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। ২০০৫ পর্যন্ত ‘ছবিয়াল উৎসব’-এর মাধ্যমে নিজ নিজ নির্মাণ নিয়ে টিভি পর্দায় হাজির হন তাঁরা। এরপর নিজেদের মতো করে কাজ করতে থাকেন সবাই। সেই নির্মাতারা আবার এক হচ্ছেন। এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ‘ছবিয়াল রি-ইউনিয়ন’।

এতে ফারুকীর সঙ্গে কাজ করবেন আরো ১২ নির্মাতা—আশুতোষ সুজন, রেদোয়ান রনি, শরাফ আহমেদ জীবন, আশফাক নিপুন, গোলাম কিবরিয়া ফারুকী, ইফতেখার আহমেদ ফাহমী, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, হুমায়ূন সাধু, ইশতিয়াক আহমেদ রোমেল, মাহমুদুল ইসলাম, আলি ফিদা একরাম তোজো ও আদনান আল রাজীব।

মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেন ফারুকী। বলেন, ‘এশিয়াটিক আর ছবিয়াল মিলে কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে আসছে ঈদে সাতটি এবং পরের ঈদে পাঁচটি টিভি টেলিফিল্ম নির্মাণ করা হবে। এরপর এই ১২ জন নির্মাতা একটি করে চলচ্চিত্র নির্মাণ করবেন। ’

ফারুকী আরো বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি, টেলিভিশন, চলচ্চিত্র, বিজ্ঞাপন এখন যে সংকটে পড়েছে তার প্রধান কারণ কন্টেন্টের অভাব। এটা চিহ্নিত করার জন্য একেকজন একেকভাবে চেষ্টা করছে। আমারাও এ প্রচেষ্টার সঙ্গে যুক্ত হলাম। ’

সূত্র : কালের কণ্ঠ


Leave a reply