ছবি নির্মাণের আগেই লাভজনক তাসকিন
একটি মাত্র ছবি মুক্তি পেয়েছে তাসকিন রহমানের। তাও দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’-এ খল চরিত্রে। কিন্তু দর্শক ঠিকই মুগ্ধ হয়েছেন। সেই জনপ্রিয়তা কাজে লাগছে নতুন সিনেমার ডিজিটাল রাইটস বিক্রিতে।
তাসকিনকে নায়ক করে শাপলা মিডিয়া নির্মাণ করছে নতুন ছবি ‘বয়ফ্রেন্ড’, ২০ জুন থেকে শুটিং। শুটিংয়ের আগেই সিনেমাটির ডিজিটাল রাইটস অর্থাৎ অনলাইনে গান-ভিডিও প্রকাশের স্বত্ত্ব বিক্রি হয়ে গেল ২৫ লাখ টাকায়!
কালের কণ্ঠ জানায়, এতদিন ছবিগুলোর রাইটস বিক্রির সময় মোট টাকার এক-তৃতীয়াংশ কিংবা অর্ধেক পেতেন প্রযোজক, বাকিটা ছবি মুক্তির পর। অথচ ‘বয়ফ্রেন্ড’-এর জন্য এককালীন টাকা দিয়েছে লাইভ টেকনোলজি!
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘এর আগে শাকিব খানের একটি ছবির ডিজিটাল রাইটস ২৫ লাখ টাকায় বিক্রি করেছিলাম। এবার তাসকিনের ছবিটি একই অঙ্কে বিক্রি করলাম।’
তিনি আরো বলেন, ‘ছবির গল্প, কলাকুশলীর তালিকা শুনে টাকার অঙ্কে দ্বিমত করেনি লাইভ টেকনোলজি। তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চেয়েছিলাম, এখন দেখছি শুরুতেই বাজিমাত!’
এ ছবিতে তাসকিনের বিপরীতে আছেন কলকাতার পায়েল। থাকছেন আরো একজন নায়িকা।