Select Page

ছয়দিনের জন্য বাংলাদেশে মুক্তির অনুমতি পেল ‘ফাইটার’!

ছয়দিনের জন্য বাংলাদেশে মুক্তির অনুমতি পেল ‘ফাইটার’!

বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বলিউড ছবি ‘ফাইটার’। কারণ হিসেবে বলা হচ্ছে, শুধু ছয়দিনের জন্য মুক্তির অনুমতি পেয়েছে ভারত-পাকিস্তান বৈরিতা নিয়ে নির্মিত ছবিটি। এসব কথা নিশ্চিৎলত করেছেন সিনেমাটি আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন।

সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক খোরশেদ আলম খসরু গণমাধ্যমেকে জানান, আজ বৃহস্পতিবার বিকালে সেন্সর বোর্ডে ‘ফাইটার’ ছবি দেখার সিডিউল রয়েছে। আজ সন্ধ্যায় সেন্সর পেলে ছবিটি শুধু ৩০ জানুয়ারী পর্যন্ত সিনেমা হলে চলতে পারে। কিন্তু ভাষার মাসে এই সিনেমা চলবে না।

পরিষদের আহ্বায়কের কথায়, ‘হিন্দি ছবি মুক্তি দিতে হলে সম্মিলিত চলচ্চিত্র পরিষদদের অনাপত্তিপত্র লাগে। গতকাল বুধবার এফডিসিতে পরিষদের চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতাদের সভা অনুষ্ঠিত হয়। সভায় আমরা জানুয়ারি মাসে হিন্দি ছবির মুক্তির ব্যাপারে সম্মতি দিতে সম্মত হয়েছি। তবে ভাষার মাসে হিন্দি ছবির প্রদর্শনী যাতে না হয় সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে মার্চ মাসে হিন্দি ছবির প্রদর্শনী হতে পারে। সিদ্ধান্ত হয় যে এই শর্তে মেনে ‘ফাইটার’ ছবির আমদানীকারক অনাপত্তিপত্র চাইলে দেওয়া হবে। পেতে পারে।’

অনন্য মামুন সমকালকে বলেন, ‘ফাইটার’ মুক্তির জন্য আমাদের সমপ্ত প্রস্তুতি ছিলো। দেশে মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনও পেয়েছে। কিন্তু সম্মিলিত চলচ্চিত্র পরিষদ ভাষার মাস ফেব্রুয়ারিতে দেশের কোন সিনেমা হলে ‘ফাইটার’ প্রদর্শনীর ব্যাপারে আপত্তি জানায়। তবে তারা ছয়দিন সিনেমাটি প্রদর্শনীর কথা বলে। ফলে এই ছয়দিনের জন্য সিনেমাটি বাংলাদেশে চালাতে চাই না। তাই এটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই সিনেমার জন্য এলসি, ভ্যাট, ট্যাক্সসহ সবই কিছুই নিয়মমাফিক ছিলো। শুরু থেকে প্রচার প্রচারণার জন্য অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু সিনেমাটি মুক্তি না দেওয়ায় আমরা মোটা অংকের ক্ষতির মধ্যে পরলাম।’ খবর সমকাল।


Leave a reply