Select Page

ছাড়পত্র পেল ‘চন্দ্রাবতী কথা’ ও ‘ঢাকা ড্রিম’

ছাড়পত্র পেল ‘চন্দ্রাবতী কথা’ ও ‘ঢাকা ড্রিম’

বেশ সময় নিয়ে তৈরি হওয়া দুই ছবি পেল সেন্সর ছাড়পত্র। ছবি দুটি হলো ‘চন্দ্রাবতী কথা’ ও ‘ঢাকা ড্রিম’।

বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও এন রাশেদ চৌধুরী পরিচালিত ‘চন্দ্রাবতী কথা’ ছাড়পত্র পায় ২৮ ফেব্রুয়ারি।

এর প্রধান চরিত্রে আছেন দিলরুবা দোয়েল। আরও আছেন কাজী নওশাবা আহমেদ ও ইমতিয়াজ বর্ষণ।

বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী কবি চন্দ্রাবতী’র লেখক হয়ে ওঠার বেদনাবিধুর জীবন কাহিনি অবলম্বনে নির্মিত ‘চন্দ্রাবতী কথা’। মৈমনসিংহ গীতিকার গল্প অবলম্বনে তৈরি এই ছবির নির্মাণ শুরু হয় ২০১৫ সালের শেষ দিকে। আর শুটিং সম্পন্ন হয় ২০১৯ সালে।

সরকারি অনুদানপ্রাপ্ত ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েশনস-এর যৌথ প্রযোজনায় ‘চন্দ্রাবতী কথা’ তৈরি। অন্যদের অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, জয়িতা মহলানবিশ প্রমুখ।

এ দিকে ১ ঘণ্টা ৪০ মিনিট দৈর্ঘ্যের ‘ঢাকা ড্রিম’ ছাড়পত্র পেয়েছে ২২ ফেব্রুয়ারি। ছবিটি পরিচালনা করেছেন প্রসূন রহমান।

‘ঢাকা ড্রিম’-এর গল্প সম্পর্কে নির্মাতা বলেন, ‘একদিকে প্রান্তিক মানুষদের নগরমুখী স্বপ্নকে ঘিরে যেমন চলে বেঁচে থাকার নানা আয়োজন, আরেক দিকে নগরী হিসেবে ঢাকা শহর ক্রমে হারিয়েছে তার বাসযোগ্যতার পরিবেশ। সব ছাপিয়ে প্রতিদিন বেড়ে চলেছে নগরীর জনসংখ্যা। ঠিক এ বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি সবার সামনে। যেখানে শহর, মানবতা, জীবন ও প্রেম সবই আছে। বাকিটা মুক্তির পর দর্শকরা ভালো বলতে পারবেন।’

ইমেশন ক্রিয়েটর-এর ব্যানারে নির্মিত এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল, ইকবাল হোসেন, আরশ খান, ফজলুল হক, আক্তার হোসেন, জামাল রাজা, আর এ রাহুল, ফারুক আহমেদ, শরিফুল আজম পিন্টু, এস এম মহসিন, মাহবুবুর রহমান, খোরশেদ আলম, তৃষা রায়, এমিল, রানা, তাশফীসহ অনেকে।

ছবি দুটি চলতি বছরেই মুক্তি পাবে বলে জানা গেছে।


Leave a reply