Select Page

জমকালো ফিল্মক্লাব অ্যাওয়ার্ড

জমকালো ফিল্মক্লাব অ্যাওয়ার্ড

61788_e4জমকালো আয়োজনে গত ৭ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘ফিল্মক্লাব অ্যাওয়ার্ড ২০১২’। এই আসরে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ঢালিউড চলচ্চিত্রের উপর বিভিন্ন ক্যাটাগরিতে সেরা কাজগুলোকে পুরস্কৃত করা হয়।

চলচ্চিত্র বিষয় মোট ১৭টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। রাত ৮টায় শুরু হয় এই অনুষ্ঠানটি। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাওসার আহমেদ অপুসহ এ দেশের চলচ্চিত্রের জনপ্রিয় ও ব্যস্ত শিল্পীদের অংশগ্রহণে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

পুরস্কারের পাশাপাশি এতে ছিল বর্তমান ও আগের প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে আজীবন সম্মননা প্রদান করা হয়েছে নায়করাজ রাজ্জাক ও নায়িকা শবনমকে। বিশেষ সম্মাননা জানানো হয়েছে আহমেদ জামান চৌধুরী ও নায়ক ফারুককে।

শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতেছে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘সে আমার মন কেড়েছে’। শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন এফ আই মানিক ‘স্বামী ভাগ্য’ চলচ্চিত্রের জন্য। শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন মিজু আহমেদ, পার্শ্ব অভিনেতা হিসেবে আলীরাজ, পার্শ্ব অভিনেত্রী উপমা, সেরা গায়ক এন্ড্রু কিশোর, সেরা গায়িকা কনকচাঁপা, শ্রেষ্ঠ গীতিকার মো. রফিকুজ্জামান, শ্রেষ্ঠ সংগীত পরিচালক আলাউদ্দিন আলী।

সুত্র: দৈনিক ইত্তেফাকমানবজমিন

এছাড়া পুরস্কারের ফাঁকে ফাঁকে নাচ-গান পরিবেশন করেন শাকিল-অপু, ইমন-নিপুণ, সংগ্রাম-সানজানা এবং প্রিন্স-উপমা জুটি। পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করেন নায়ক ফেরদৌস ও ইরিন জামান।


Leave a reply