জমকালো আয়োজনে টিএম ফিল্মসের ঘোষণা এলেও প্রথম সিনেমা নিয়ে নীরব
২০১৯ সালের ২১ সেপ্টেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে টিএম ফিল্মসের ঘোষণা দেন গানবাংলা চ্যানেলের চেয়ারম্যান ফারজানা মুন্নী ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস।
ওই দিন একই মঞ্চে হাজির করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের প্রায় প্রধান সব তারকা। শাকিব খান ও বলিউডের নারগিস ফাখরির পাশাপাশি বসার ছবিও নতুন কিছুর ইঙ্গিত দেয়। এরপর একটি অ্যাওয়ার্ড শো ও গুটিকয়েক অনুষ্ঠান ছাড়া প্রতিষ্ঠানটির কোনো কার্যক্রম চোখে পড়েনি। কিন্তু অনেকটা নীরবেই একটি ছবির সঙ্গে যুক্ত হয়েছে তারা!
তিন বছর আগে যতটা ঢাকঢোল পিটিয়ে নাম ঘোষণা করা হয়, প্রথম ছবি নিয়ে ততটা আলোচনায় নেই টিএম ফিল্মস।
সরকারি অনুদান পাওয়া আকরাম খান পরিচালিত ‘নকশিকাঁথার জমিন’ সিনেমার সঙ্গে যুক্ত রয়েছে টিএম ফিল্মস। সম্প্রতি ভারতের গোয়া অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি বিভাগে মনোনয়ন নিয়ে এর প্রিমিয়ার হয়, সামনে আরো কিছু উৎসবে যোগ দিতেও যাচ্ছে।
সাধারণত গান বাংলা বা সংশ্লিষ্টদের কোনো নতুন কাজ নিয়ে তুমুল সরব দেখা যায়। কিন্তু সেই তুলনায় এ সিনেমা নিয়ে নির্মাতা প্রতিষ্ঠানের কোনো আওয়াজ নেই। নামমাত্র খবরে তাদের উপস্থিতি দেখা গেছে।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে ‘নকশিকাঁথার জমিন’-এ একাত্তরের যুদ্ধদিনের কথা তুলে এনেছেন আকরাম খান। এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
এ নিয়ে টিএম ফিল্মস সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মুক্তিযুদ্ধের সিনেমা হওয়ায় বিশেষ বিবেচনায় ‘নকশিকাঁথার জমিন’-এর সঙ্গে যুক্ত হয়েছে তারা। স্বাধীন ধারার সিনেমা হিসেবে একে দেখতে চায়। এ কারণে খুব একটা প্রচার করছে না।
সূত্রটি আরো জানায়, আগামী বছর নতুন ছবির ঘোষণা দিতে পারে টিএম ফিল্মস।
২০১৯ সালে টিএম ফিল্মসের মুন্নী জানান, প্রাথমিকভাবে বছরে চারটি ছবি হবে। যদি প্রথম বছরে সাফল্য আসে পরে চারটা থেকে ছয়টি ছবি করার ইচ্ছে আছে। তিন বছরের মধ্যে যদি সাফল্য চলে আসে, তখন আরও বেশি কাজ করতে করবেন। কোয়ালিটি বজায় রেখেও বছরে ১২টি ছবি করার সম্ভব হবে।