Select Page

জমে উঠেছে শাকিব খান-সোমেশ্বর অলি জুটি

জমে উঠেছে শাকিব খান-সোমেশ্বর অলি জুটি

নায়ক-নায়িকার পাশাপাশি নায়ক-পরিচালক বা নায়ক-গায়ক জুটির কথা শোনা যায়। তবে শাকিব খানসোমেশ্বর অলির ব্যাক-টু-ব্যাক হিট প্রসঙ্গে ঢালিউডে নায়ক-গীতিকার জুটির কথাও ভাবতে হচ্ছে। ‘প্রিয়তমা’ দিয়ে এ জুটির শুরু, সর্বশেষ ‘বরবাদ’-এও আরেক দফা প্রমাণিত হলো।

‘প্রিয়তমা’ সিনেমার ‘ঈশ্বর’ গানকে ধরা হয় এ সিনেমার সাফল্যের অন্যতম কারণ। প্রিন্স মাহমুদের সুর ও রেশাদের কণ্ঠের সঙ্গে শাকিবের বৃদ্ধ লুকের প্রচারণা রাতারাতি ট্রেন্ডিংয়ে তুলে দেয় গানটিকে।

শাকিবের সর্বশেষ সিনেমা ‘বরবাদ’-এর ‘মহামায়া’ গানটি নিয়ে সিনেমা মুক্তির আগে থেকেই কথা হচ্ছিল। কিন্তু নির্মাতারা ইউটিউবে ছাড়ার আগেই কয়েকদিন পাইরেসি হয়ে যায়। পাইরেটেড গানই ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে আসে। অবশেষে সেই গান অফিসিয়ালি প্রকাশ হলো, একই গানে দ্বিতীয় দফায় জনপ্রিয়তা দেখলেন গীতিকার সোমেশ্বর অলি। খায়রুল ওয়াসীর সুরে ‘মহামায়া’র সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটি গেয়েছেন মাইনুল আহসান নোবেল। বলা যায়, নানা বিতর্কের পর চমৎকার কামব্যাক হলো এ গায়কের।

বিএমডিবিতে পড়ুন: সোমেশ্বর অলির লেখা

গানটি প্রসঙ্গে গীতিকার সোমেশ্বর অলির ভাষ্য, ‘বরবাদ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় চেয়েছিলেন একটি বিরহের গান, যেখানে নায়ককে বিধ্বস্ত ও বিধ্বংসী আচরণ করতে দেখা যাবে। ব্যস, এটুকুই ছিল ব্রিফ। এরপর লিখতে শুরু করি। বেগ পেতে হয়নি। লেখার পর মনে হলো, এই কথাগুলো আমি আগেও বলতে চেয়েছি, কিন্তু এমন কিছু লেখার প্রস্তাব আসেনি বা এমনিতে লিখলেও সেটি উপস্থাপনের সুযোগ বা মাধ্যম ছিল না। এই সিনেমাতে সেটি ঘটতে যাচ্ছে, বিশেষ পাওনা শাকিব খান। এই গান গাওয়ার জন্য টিমের কাছে নোবেলই প্রথম পছন্দ ছিলেন। তিনি দুর্দান্ত গেয়েছেন। খায়রুল ওয়াসী নিজের সর্বোচ্চটা দিয়ে সুর করেছেন আর আমজাদ হোসেন রক ব্যালাড বা এ জাতীয় গানের সংগীতায়োজনে সিদ্ধহস্ত, আবারও প্রমাণ পাওয়া গেল। সবমিলিয়ে মহামায়া দারুণ টিমওয়ার্ক।’

অবশ্য ‘বরবাদ’-এ একটি নিয়ে দুটি গান লিখেছেন অলি। সিনেমার শেষ দৃশ্যে পিনপতন নীরবতার মাঝে বেজে উঠে ‘জিন্দা’। গানের একটি লাইন; জানে বিশ্ব আমি নিঃস্ব, দুঃখ পিন্দা রাখি’। এ হাহাকার নিয়ে দর্শক হল থেকে বের হন।

‘জিন্দা’ গান প্রসঙ্গে গীতিকার সোমেশ্বর অলি জানালেন, ‘জিন্দা গানের প্রস্তাব পাই একবারে শেষ মুহূর্তে, সুরও করা ছিল। খায়রুল ওয়াসীর সুর করা; সিচুয়েশন জানার পর আমি লিখি। এক লেখাতেই পরিচালকের সেটা পছন্দ হয়। গানটা এখনো মুক্তি না পেলেও যারা সিনেমা দেখছেন তাঁদের গানটা পছন্দ হচ্ছে।’

মাঝে ‘দরদ’ সিনেমায় ‘এক প্রেম’ শিরোনামে গান লিখেছিলেন সোমেশ্বর অলি। এ গানটিও দর্শক দারুণ পছন্দ করেছিল। কিন্তু পরিচালক অনন্য মামুনের প্রচারণা ও গান প্রকাশ সংক্রান্ত খামখেয়ালির কারণে সেই ঠিকঠাকভাবে দর্শক বরাবর পৌঁছেনি।

উল্লেখ্য যে ‘প্রিয়তমা’র পর শুধু ‘রাজকুমার’-এ সোমেশ্বর অলির গান শোনা যায়নি। যতদূর জানা যায়, এ সিনেমায় এ গীতিকারের গান থাকার কথা ছিল। কিন্তু সৃজনশীল মত বিরোধের কারণে কাজটি হয়নি।


Leave a reply