জাজের দখলে ঈদের পর্দা
কয়েক মাস আগে ভবিষ্যত পরিকল্পনার ফিরিস্তি দেয় জাজ মাল্টিমিডিয়া। যার একটি ছিল ঈদের পর্দা দখল। বাস্তবেও তাই ঘটতে যাচ্ছে। কিন্তু এভাবে!
জাজের সাম্প্রতিক ঘোষণা চমকে দিয়েছে সবাইকে। কারণ একইদিন প্রতিষ্ঠানটি মুক্তি দিতে যাচ্ছে জিতের ‘বাদশা’ ও শাকিব খানের ‘শিকারী’। জাজের সাথে সিনেমা দুটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। বর্তমানে দুই সিনেমারই শুটিং চলছে কলকাতায়।
ঈদে সাধারণত বড় বাজেটের সিনেমা মুক্তি পায়। ফি বছর গড়ে ৫-৬টি সিনেমা মুক্তি পেয়েছে এ সময়। কিন্তু সিনেমা হল কমতে থাকা ও দর্শক না থাকায় তা দিন দিন কমছে। তা সত্ত্বেও এবার হিসেবটা অন্যরকম হয়ে যাচ্ছে। জাজের হেভিওয়েট দুই সিনেমার পাশে অন্য কেউ সিনেমা মুক্তি দেবেন কি-না এখন প্রশ্ন!
আবার একই দিনে বড় দুই তারকার সিনেমা তো জাজের জন্যও ঝুঁকির?— এমন প্রশ্নের উত্তরে জাজের কর্ণধার আব্দুল আজিজ বিডি নিউজকে বলেন, “আসলে এখানে ঝুঁকির কি আছে? অনেকেই আমাকে এই প্রশ্ন করছে। গত বছর রোজার ঈদে মুক্তি পাওয়া ‘অগ্নি-২’ ও ‘লাভ ম্যারেজ’ দুটো সিনেমাই ভাল মতো ব্যবসা করেছে। মূলত একটি ঈদে আমাদের তিনটি সিনেমার প্রয়োজন। সেই দিক থেকে আমরা বড় দুটি সিনেমা মুক্তি দিচ্ছি।”
দর্শক বিচারে কে এগিয়ে থাকবেন— শাকিব না জিৎ? এ বিষয়ে বলেন, “শাকিব খান ও জিৎ দুজনই আমাদের দেশে তুমুল জনপ্রিয়। আসলে কে জয়ী হবে আর কে হেরে যাবে তা র্নিভর করবে দর্শক কী নির্ধারণ করবে, আর র্নিভর করবে সিনেমার বিতরণের উপর। আমরা এখনও জানি না সিনেমা বিতরণের ক্ষেত্রে দুই জনের মধ্যে কার অবস্থান মজবুত হবে। তবে আমার মনে হয় শাকিবের পাল্লাই ভারি থাকার কথা। কারণ ‘শিকারী’ সিনেমায় শাকিবের সাথে যেহেতু শ্রাবন্তী জুটিবদ্ধ হয়েছে সেহেতু এরা বেশ শক্তিশালী জুটি। তবে আমি দুটো সিনেমা নিয়েই বেশ আশাবাদী।”