Select Page

সৈকত নাসির পরিচালিত ‘অন্তর্যামী’
জাজের ব্যানারে মাহি, কে কার হাত ধরে ফিরছে?

<div class="post-subheading">সৈকত নাসির পরিচালিত ‘অন্তর্যামী’</div>জাজের ব্যানারে মাহি, কে কার হাত ধরে ফিরছে?

এক সময় ধারণা করা হতো, শাবনূর-মৌসুমী যুগের পর ইন্ডাস্ট্রিতে সুপারস্টার নায়িকার খরা কাটাতে যাচ্ছেন মাহিয়া মাহি। অন্যদিকে নতুন প্রযুক্তি, নতুন জুটি ও ডিস্ট্রিবিশন মিলিয়ে সাড়া তোলে জাজ মাল্টিমিডিয়া। কিন্তু ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক অদূরদর্শী ও কেলেংকারিতে মাহি বা জাজ এখন আর ঢাকাই ইন্ডাস্ট্রিতে অনেকটাই ব্যাকবেঞ্চার।

যে প্রসঙ্গে উপরের কথার অবতারণা তা হলো, ১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। সম্প্রতি ফার্স্ট লুক প্রকাশ করে এ সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন মাহি। প্রথম সিনেমাতেই তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি, বিপরীতে ছিলেন বাপ্পী চৌধুরী। এরপর এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে উপহার দিয়েছেন একাধিক ব্যবসাসফল সিনেমা। ওই সময় মাহি ও জাজের কর্ণধার আজিজের প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। ২০১৫ সালে জাজের সঙ্গে টানাপোড়েন শুরু হয় মাহির। ওই বছরেই জাজ থেকে বেরিয়ে যান তিনি। মাঝে একাধিকবার শোনা গিয়েছিল, মাহি আবার জাজের সিনেমায় ফিরবেন! কিন্তু তা হয়নি।

জাজ থেকে বেরিয়ে অন্য প্রযোজকদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন মাহি। কিন্তু ‘ঢাকা অ্যাটাক’ ছাড়া কোনো সিনেমা সফল হয়নি। মাঝে দু-একটা সিনেমায় অভিনয় প্রশংসিত হলেও দর্শক সেসব ভুলে গেছে অচিরে।

এর বদল সাবেক প্রতিমন্ত্রীর ফোনকল, ডিভোর্স, বিয়ে, রাজনীতি ও আবার ডিভোর্স এসব ঘিরেই মাহির জীবন। ২০২২ সালে মাতৃত্বকালীন ছুটিতে চলে যান তিনি। পরের বছর মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে ফেরার কথা ছিল তার। এক দিন শুটিংও করেছিলেন। কিন্তু প্রযোজকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ওই সিনেমা থেকে বেরিয়ে আসেন মাহি। এর মাঝে ২০২৪ সালে শাকিব খানের মায়ের ভূমিকায় ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাকে

জাজের ব্যানারে মাহির ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’। দুটি সিনেমাই নির্মিত হয়েছে অ্যাকশন ঘরানায়। একই ঘরানায় নির্মিত হবে ‘অন্তর্যামী’। সিনেমার গল্প এগোবে মাহি ও একটি ৯ বছরের শিশুকে কেন্দ্র করে।

জাজ মাল্টিমিডিয়া থেকে বলা হয়েছে, অন্তর্যামী একটি লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো নায়ক নেই। অন্তর্যামীকে অগ্নি-২-এর পরের গল্প বলা যেতে পারে। কিন্তু এই সিনেমা অগ্নি না; কারণ, অগ্নি প্রতিশোধের গল্প। আর অন্তর্যামী হলো সারভাইভাল স্টোরি। তবে অন্তর্যামী হবে অগ্নির চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশন।

জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হবে অন্তর্যামী সিনেমার। এরপর থাইল্যান্ড এবং সব শেষে শুটিং হবে বাংলাদেশে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।

অন্যদিকে এক সময় সিনেমা পাড়ার শীর্ষস্থানীয় ব্যক্তি হয়ে উঠা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের নামে রয়েছে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ। এতে আজিজের ভাই জেল খাটলেও এ প্রযোজক বরাবরই থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে।

‘ভালোবাসার রঙ’ নিয়ে জাজের চমৎকার উত্থান ঘটলেও শেষ পর্যন্ত যুগাপযোগী হয়ে উঠতে পারেনি। বলা যায়, শেষ দিকে যৌথ প্রযোজনার নামে ভারতীয় সিনেমার ডিস্ট্রিবিউটর হয়ে উঠেছিল প্রতিষ্ঠানটি। শেষ পর্যন্ত ‘জ্বীন’ সিরিজ দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে অস্তিত্ব ধরে রেখেছিল। হরর এ সিরিজ বরাবরই হাস্যরস-বিদ্রূপের খোরাক হয়েছে। আর্থিক কেলেংকারি, ফাঁকা আওয়াজ, একের পর এক ব্যর্থ প্রজেক্ট নিয়ে প্রতিষ্ঠান কারণে জাজ মাল্টিমিডিয়ার অবস্থা এক সঙ্গীন। সেই পরিপ্রেক্ষিতে নায়িকা-প্রযোজক হিসেবে সামনে আসতে চলেছে দুই ব্যর্থ মুখ। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ‘অন্তর্যামী’ আসে কিনা। যদি মুক্তিও পায় এক সময় পরপর হিট সিনেমা উপহার দেয়া এ জুটির হাতে কতটা চমক বাকি আছে সেটাও প্রশ্ন।


Leave a reply