২০১৬ সালের জাতীয় পুরস্কারে জলি!
ছবি মুক্তির আগে জাজ মাল্টিমিডিয়া নানান ধরনের কথা বাজারে ছড়িয়ে দেয়। নতুন সিনেমা ‘মেয়েটি এখন কোথায় যাবে’ নিয়ে মেতেছে জলি বন্দনায়। এমনও বলা হচ্ছে— ২০১৬ সালের শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার জলির পাওয়া উচিত।
এখন নিশ্চয় প্রশ্ন উঠবে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ মুক্তি পাচ্ছে ২০১৭ সালের ১০ মার্চ। থাকলে জলি কীভাবে ২০১৬ সালের পুরস্কারের যোগ্য।
জবাব হিসেবে জাজ ফেসবুক পাতায় জানায়— ২০১৬ সালের ডিসেম্বরে ঢাকার বাইরে একটি হলে মুক্তি পেয়েছিল ‘মেয়েটি এখন কোথায় যাবে’! ওই সময় সিনেমাটি মুক্তি পাবে এমন খবর রটেছিল নভেম্বরেই। কিন্তু সত্যি সত্যি যে ছবিটি মুক্তি পেয়েছে এ খবর কেউ রাখেনি!
জাজের পক্ষ থেকে আরো বলা হয়— খুব বেশি অবাক হয়েছি জলির অভিনয় দেখে । জানি মেয়েটি ভালো অভিনয় করে, অঙ্গারে ভালো অভিনয় করেছে, নিয়তিতে খুব ভালো করেছে। আর ‘মেয়েটি এখন কোথায় যাবে’? এক কথায় ফাটিয়ে দিয়েছে । শুধু জলির অভিনয় দেখার জন্যই সিনেমাটি বার বার দেখতে ইচ্ছা করে। কী তার এক্সপ্রেশন, কী তার অভিনয়, কী তার ডায়লগ ডেলিভারি! কোথায় শিখল এই মেয়ে এই রকম অভিনয়?
এছাড়া সিনেমা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘‘বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে নারীপ্রধান ছবির চরিত্রে বেশি দেখা যায়। তিনি খুব ভালো অভিনয় করেন। ‘মেয়েটি এখন কোথায় যাবে` ছবির গল্পটাও নারীপ্রধান। এখানে জলি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সে দুর্দান্ত অভিনয় করেছে। আমার মনে হয় আমাদের জলি একদিন বিদ্যা বালানকে ছাড়িয়ে যাবে।’’
ইমদাদুল হক মিলনের একই নামের উপন্যাস অবলম্বনে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ নির্মাণ করেছেন নাদের চৌধুরী। জলির বিপরীতে আছেন শাহরিয়াজ।