Select Page

‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে পুরস্কার বুসান চলচ্চিত্র উৎসবে

<div class="post-subheading">‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার</div>জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে পুরস্কার বুসান চলচ্চিত্র উৎসবে

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত এবারের বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (বিআইএফএফ) ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ নামে একটি নতুন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার চালু হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ পুরস্কার দেওয়া হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,  ১৯ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথমবারের মতো এ পুরস্কার দেয়া হবে।

বুসান ফিল্ম ফেস্টিভালের ‘ভিশন এশিয়া’ বিভাগে প্রতিযোগিতা করা ছবিগুলোর মধ্য থেকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় একটি ছবিকে জুলাই মেমোরিয়াল প্রাইজ দেওয়া হবে। সামাজিক ন্যায়বিচার, মত প্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকার ও অসাম্যের বিরুদ্ধে লড়াই—এসব বিষয়ের ওপর নির্মিত যোগ্য চলচ্চিত্রকে এ পুরস্কার দেওয়া হবে।

এ বছর উৎসবের সমাপনী দিনে এ পুরস্কারটি বিজয়ী নির্মাতার হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।


Leave a reply