’জ্যাম’-এ নিশ্চিত শুভ
মান্নার প্রতিষ্ঠানের কামব্যাক ছবি ‘জ্যাম’-এ আরিফিন শুভ থাকবেন কিনা এমন প্রশ্ন ছিল অনেকের মাঝে। মহরতের মাসখানেক জানা গেলে তিনি সিনেমাটি করছেন। তার বিপরীতে আছেন ‘ছায়া ছবি’র সহশিল্পী পূর্ণিমা। বিশেষ চরিত্রে আছেন ফেরদৌস ও ঋতুপর্ণা সেনগুপ্ত। সাথে আরো অনেকে।
অনেকটা সময় পর সিনেমাটিতে থাকা নিয়ে নিশ্চিত করেন শুভ। ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় ছবির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূলের সঙ্গে একটি বৈঠক হয় তার। সেখানেই পুরো স্ক্রিন-প্লেটি শোনেন এই নায়ক।
এরপর শুভ বলেন, ‘পুরোটা শুনে আমি মুগ্ধ। সত্যিই অসাধারণ রোমান্টিক গল্প ও চরিত্র এটি। এটা কিন্তু ৮০ বা ৯০-এর দশকের গল্প নয়। এখানে প্রেমের ব্যাখ্যাটাই অন্যভাবে করা হয়েছে। এই সময়ের লাভ স্টোরি এটা। আরও স্পষ্ট করে বললে, রিয়েলিস্টিক গল্প। বর্তমান সময়ে বসবাস করে আমরা বেশ কিছু বিষয় এড়িয়ে যেতে পারব না। এরমধ্যে আছে মুঠোফোন ও জ্যামের মতো ব্যাপার। মূলত এই জ্যাম নিয়েই ছবি। যানজটও যে একটা রোমান্টিক অনুষঙ্গ হতে পারে এ ছবিতে তা দেখা যাবে।’
‘জ্যাম’-এর মূল ভাবনা বরেণ্য সাংবাদিক আহমদ জামান চৌধুরীর। কাহিনি বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন পান্থ শাহরিয়ার।
এর মাধ্যমেই ১০ বছর পর প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র থেকে নির্মিত হচ্ছে চলচ্চিত্র।