‘জ্যাম’ শুরু, যুক্ত হননি মূল তারকারা
# শুরু হয়েছে ‘জ্যাম’র শুটিং
# প্রথমদিকে ধারণ করা হচ্ছে ফ্ল্যাশব্যাকে কিছু দৃশ্য
# ছবির নায়ক-নায়িকারা যুক্ত হবে কিছুদিন পর
# সিনেমাটি নির্মিত হচ্ছে প্রয়াত মান্নার প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্রের ব্যানারে
নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী কথাচিত্রের নতুন সিনেমা ‘জ্যাম’র ছবির শুটিং শুরু হয়েছে। সোম ও মঙ্গলবার রাজধানীর পুবাইলে সুব্রত ও রেবেকার একটি সড়ক দুর্ঘটনা ধারণ করা হয়। তবে এখনই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন না সিনেমাটির মূল তারকারা।
এ প্রসঙ্গে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘আমরা কিছু ফ্ল্যাশব্যাকের শুটিং করেছি। গল্পের প্রয়োজনে ছবিতে কয়েকটি ফ্ল্যাশব্যাক সিক্যুয়েন্স আছে, সেখানে লোকেশনের কোনো কনটিনিউটির দরকার নেই। যে কারণে আসলে আমরা এই শুটিংগুলো আগে শেষ করছি। ছবির নায়ক শুভ ও নায়িকা পূর্ণিমার কল্পনায় এই দৃশ্যগুলো ধরা পড়বে।’
তিনি আরও বলেন, ‘আমরা আগামী ১ ডিসেম্বর থেকে টানা শুটিং করার চিন্তা করছি। সেই অনুযায়ী আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। চিত্রনাট্য তৈরির কাজ শেষ করেছি। এখন লোকেশনগুলো আমরা নির্ধারণ করছি। আশা করি টানা শুটিং করে কাজটি শেষ করতে পারব।’
দীর্ঘদিন বছর বন্ধ থাকার পর আবারও মান্নার প্রযোজনা প্রতিষ্ঠানটি সক্রিয় হয়েছে এই শুটিংয়ের মাধ্যমে। মান্নার স্ত্রী শেলী মান্না এখন এই প্রতিষ্ঠানটির হাল ধরেছেন। ‘জ্যাম’র গল্প লিখেছেন প্রয়াত সাংবাদিক আহমদ জামান চৌধুরী।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ফেরদৌসসহ অনেকে।
এফ আই মানিক ১০ বছর আগে নির্মাণ করেছিলেন চলচ্চিত্র ‘পিতা মাতার আমানত’। সেটাই ছিল ‘কৃতাঞ্জলী কথাচিত্র’ থেকে প্রযোজিত শেষ চলচ্চিত্র।
প্রতিষ্ঠানটি থেকে এর আগে নির্মাণ করা হয়েছে ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আব্বাজান’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’ ও ‘পিতা মাতার আমানত’।
সূত্র : এনটিভি অনলাইন