জয়া আহসান সমালোচিত
চলমান বিশ্বকাপ ক্রিকেটে ভারতের প্রতি সমর্থনের কথা প্রকাশ করে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিশ্বকাপ ক্রিকেট থেকে বাংলাদেশের বিদায় নেয়ার পর তিনি ভারতকেই সমর্থন করবেন – এমন কথা জানিয়েছেন ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে। এতেই সমালোচনার ঝড় উঠেছে।
কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়েই বিশ্বকাপ ক্রিকেট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। চরম পক্ষপাতিত্বের দোষে দুষ্ট এ খেলার ফলাফলের জন্য ভারতকেই দায়ী করছে বাংলাদেশী দর্শকসহ সারা বিশ্বের ক্রিকেটপ্রেমী দর্শক ও বোদ্ধারা। এমন অবস্থায় ভারতের প্রতি প্রকাশ্য সমর্থন জয়াকে নিন্দামুখর করেছে।
Bangladesh celebs slam umpiring in match against India শিরোনামে প্রকাশিত সংবাদে বাংলাদেশী পাঁচজন সেলিব্রেটির মন্তব্য প্রকাশ করা হয়েছে। মাইলস ব্যান্ড তারকা শাফিন আহমেদ, চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর, জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফার পাশাপাশি বর্তমানে কলকাতায় একাধিক ছবিতে কর্মরত জয়া আহসানের বক্তব্যও তুলে ধরা হয়েছে। কোয়ার্টার ফাইনালের ম্যাচ প্রসঙ্গে জয়া টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘“It was a complete holiday in Dhaka. My brother had come down from London to watch the match with my family and my sister called me every now and then. Sadly, I missed being in Dhaka. I would have been very happy if Bangladesh had won; it’s a young side that gave its best against teams like New Zealand, Australia and India. My ticket for the finals has already being booked and I’m waiting for the visa.”
বাংলাদেশ বিদায় নেয়ার পর কোন দেশকে সমর্থন করবেন প্রশ্নের জবাবে জয়া বলেন, “India, of course.”
বর্তমানে জয়া পশ্চিমবঙ্গের তিনটি ছবিতে কাজ করছেন। জয়ার এ মন্তব্যের মাধ্যমে তিনি নিজেকে পশ্চিমবঙ্গে রাজ্যের অভিনেত্রী হয়ে উঠছেন বলে মত প্রকাশ করেছেন চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত গুণীজন।