Select Page

জয়া ছাড়া কেউ জাজ মাল্টিমিডিয়াকে টাকা দিতে চায়নি

জয়া ছাড়া কেউ জাজ মাল্টিমিডিয়াকে টাকা দিতে চায়নি

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানালেন, বিনা পয়সায় শতাধিক সিনেমার ডিস্ট্রিবিউশন করেছে তার প্রতিষ্ঠান।  এর মধ্যে শুধু ‘দেবী’র অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসান টাকা দিতে চাইলেও তিনি নেননি।

ফেসবুক পোস্টে বুধবার এ কথা বলেন আজিজ।

আব্দুল আজিজের সঙ্গে জয়া ও নির্মাতা মাহমুদ দিদার

তিনি লেখেন, “প্রশ্নঃ জাজ কেনো বিনামূল্যে অন্যদের চলচ্চিত্র ডিস্ট্রিবিউশন করে?

অনেকেরই ধারণা, জাজ মাল্টিমিডিয়া ঘরের বাইরের চলচ্চিত্র ডিস্ট্রিবিউশন করে অনেক টাকা আয় করেন।
এটা আপনাদের ভুল ধারণা। জাজ এপর্যন্ত ১০০ -এর বেশী চলচ্চিত্র ডিস্ট্রিবিউশন করেছে। কিন্তু, বিনিময়ে কারো কাছ থেকে একটি টাকাও নেয় নাই। প্রথম দিকে জাজের চলচ্চিত্র ছাড়া বাইরের চলচ্চিত্র ডিস্ট্রিবিউশন করতে চাইতাম না। কারণ,  ডিস্ট্রিবিউশন মানেই প্যারা। ঠিকমত হল/থিয়েটার সাজাও, থিয়েটার মালিকের সাথে দেন-দরবার করা। ছবি রিলিজের পরে অনেকেই টাকা দিতে চায় না, তাঁদের চাপ দিয়ে টাকা আদায় করা।

একটি চলচ্চিত্র নির্মাণ যেমন কঠিন কাজ, সেই চলচ্চিত্রের সঠিকভাবে ডিস্ট্রিবিউশন আরো কঠিন কাজ। জাজের চলচ্চিত্রগুলো হিট/সুপারহিট হবার ৪০% কৃতিত্ব হচ্ছে- সঠিক মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন।

শুধুমাত্র জয়া আহসান তাঁর প্রযোজিত ‘দেবী’ চলচ্চিত্রটি ডিস্ট্রিবিউশনের জন্য ৩ লক্ষাধিক টাকার উপহার দিয়েছিল। কিন্তু,  জাজ বিনয়ের সাথে তা ফিরিয়ে দিয়েছিলেন।

অনেকের চলচ্চিত্র-ই জাজ মাল্টিমিডিয়া সঠিকভাবে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ভালো মুনাফা এনে দিয়েছে। যদি অন্যরা একই চলচ্চিত্র ডিস্ট্রিবিউশন করতেন, মনে হয় না এর অর্ধেক টাকাও তুলে আনতে পারতেন।

জয়া আহসান ছাড়া আর কেউ কখনো কিছুই দিতে চায় নি। অবশ্য, দিলেও জাজ কখনো নিতেন না। জাজ তাঁর ডিস্ট্রিবিউশন ম্যানেজার এবং টিম-কে বেতন দিয়ে থাকেন। সেইসাথে ডিস্ট্রিবিউশনের কারণে- বুকিং এজেন্ট, হল/থিয়েটার মালিকদের আপ্যায়ন খরচ বহন করেন।

তাহলে, জাজ অন্যদের চলচ্চিত্র ডিস্ট্রিবিউশন কেন করে? কারণ, শুধুমাত্র চলচ্চিত্রকে ভালোবেসে এই দায়িত্ব পালন করে থাকেন। নতুন প্রযোজক যেনো ডিস্ট্রিবিউশনের সমস্যায় চলচ্চিত্র রিলিজে আটকে না থাকেন এবং নিয়মিত চলচ্চিত্র ব্যবসার সাথে যেনো জড়িত থাকেন।

ডিস্ট্রিবিউশন একটি জটিল প্রক্রিয়া। যা, নতুন প্রযোজকদের পক্ষে আসলেই কঠিন কাজ। একটু ভুল করলে পুরাই লস প্রোজেক্ট।”


Leave a reply