Select Page

ঝকঝকে প্রিন্টে বড়পর্দায় বিনামূল্যে সালমান শাহর দুই সিনেমা

ঝকঝকে প্রিন্টে বড়পর্দায় বিনামূল্যে সালমান শাহর দুই সিনেমা

সালমান শাহ ভক্তরা আয়োজন করেছে সালমান শাহ ও শাবনূর জুটির জনপ্রিয় দুটি সিনেমার প্রদর্শনী। আগামী শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে দেখানো হবে দুই তারকা অভিনীত চলচ্চিত্র ‘জীবন সংসার’ ও ‘বিক্ষোভ’।

এক বিবৃতিতে টিম সালমান শাহর তরফে বলা হয়, ‘প্রিয় তারকা অভিনীত দর্শকনন্দিত এই চলচ্চিত্র দুটি বড়পর্দায় দেখার এমন সুযোগ সবসময় আসবে না। এই প্রজন্মের চলচ্চিত্রপ্রেমী দর্শক যারা বড়পর্দায় সালমান শাহ অভিনীত কোনো চলচ্চিত্র দেখেননি, কিন্তু দেখার আগ্রহ আছে, তাঁরা চাইলে এই সুযোগে ঝকঝকে প্রিন্ট দেখে নিতে পারেন।’

জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে। এ ছাড়া মহম্মদ হান্নান পরিচালিত ‘বিক্ষোভ’ প্রদর্শিত হবে বিকাল ৫টা ৩০ মিনিটে।

চলচ্চিত্র দুটি উপভোগ করার জন্য কোনো টিকিট কাটতে হবে না। এই চলচ্চিত্র প্রদর্শনী দর্শকের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগ্রহীরা নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে উপভোগ করতে পারবেন অমর নায়কের অসাধারণ এই দুটি চলচ্চিত্র।

জাকির হোসেন রাজু রচিত ও পরিচালিত ‘জীবন সংসার’ মুক্তি পায় ১৯৯৬ সালের ১৮ অক্টোবর। এতে সালমান-শাবনূর ছাড়াও অভিনয় করেন ফারুক, ববিতা ও গোলাম মুস্তাফা।

বিক্ষোভ মুক্তি পায় ১৯৯৪ সালে। মহম্মদ হান্নান পরিচালিত চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন ফরিদা হোসেন, কাহিনি বিন্যাস করেছেন জোসেফ শতাব্দী এবং চিত্রনাট্য লিখেছেন মহম্মদ হাননান নিজেই। ছাত্ররাজনীতির ভালো-মন্দ দিক নিয়ে নির্মিত চলচ্চিত্রটি পরিবেশনা করেছে ডি এম ফিল্মস। এতে আরও অভিনয় করেছেন বুলবুল আহমেদ, রাজীব, ডলি জহুর প্রমুখ।


Leave a reply