ঝন্টুর সিনেমার জন্য শুভ পারফেক্ট না, তাই দিঘী-বাপ্পী
দিঘী এখন পূর্ণাঙ্গ নায়িকা হয়ে যাত্রা শুরু করেছেন। তার হাতে এরই মধ্যে পাঁচটি সিনেমা। এবার বাপ্পী চৌধুরীর সঙ্গেও ঢালিউডের নতুন জুটি হয়ে আসতে যাচ্ছেন তিনি।
এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ‘তুমি আছো তুমি নেই’ নামের সিনেমাটি পরিচালনা করবেন গুণী চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।
নায়ক প্রসঙ্গে বলতে গিয়ে জানান, রোমান্টিক চরিত্রে আরিফিন শুভকে মানাবে না। এ ছাড়া তার ছবির জন্য শুভ পারফেক্ট না।
পরিচালক দেশ রূপান্তরকে জানিয়েছেন, ‘আগামী নভেম্বরের ১৫ তারিখ থেকে শ্যুটিং শুরু করার পরিকল্পনা নিয়েছি। আমরা টানা শ্যুটিং করব। এক লটেই সিনেমার ক্যামেরা বন্ধ হবে।’
তিনি আরও বলেন, ‘শ্যুটিং শুরু হবে ঢাকার বাইরে। তবে লোকেশন এখনো ঠিক করা হয়নি। নতুন বছরের শুরুতেই ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে আমাদের। আমরা চাই এই সিনেমার মাধ্যমেই নায়িকা হয়ে বড়পর্দায় অভিষেক হবে দিঘীর।’
নায়ক-নায়িকা হিসেবে বাপ্পী ও দিঘীকে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এটা কম বয়সী তরুণ-তরুণীর গল্প। এতে শাকিব, মৌসুমী, পপি বা অপু বিশ্বাসকে মানাবে না। আর শাকিব খানের পরেই তো বাপ্পীর অবস্থান। সে ইদানীং আগের চেয়ে আরও ভালো করছে। আমার চরিত্রের জন্য সে সবচেয়ে পারফেক্ট। আরিফিন শুভ আমার সিনেমার জন্য পারফেক্ট নয়। তাকে রোমান্টিক সিনেমায় একদম মানাবে না। তাকে দিয়ে অ্যাকশন সিনেমা হতে পারে। কিন্তু বাপ্পীকে দিয়ে সব ধরনের সিনেমা সম্ভব। দিঘীর সঙ্গে তাকেই সবচেয়ে ভালো মানাবে। এ সময়ের অন্য নায়িকাদের সঙ্গে আমি কাজ করিনি। কিন্তু তাদের নামে এত নেতিবাচক মন্তব্য শুনেছি যে ভয় পেয়েছি কাজ করতে। দিঘীকে অভিনেত্রী ও নায়িকা দুভাবেই আমার মনে ধরেছে।’
এ সিনেমা নিয়ে দিঘী বলেন, ‘নায়িকা জীবনের শুরুতেই দেলোয়ার জাহান ঝন্টুর মতো গুণী নির্মাতাদের ভরসার জায়গা দখল করাটা খুবই ভাগ্যের ব্যাপার। আমি একই সঙ্গে আনন্দিত ও গর্বিত। চেষ্টা করব মন দিয়ে কাজ করে তাদের আস্থার জায়গাটি ধরে রাখতে। আর বাপ্পী চৌধুরী সম্পর্কে বলব, তিনি আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। তার সঙ্গে কাজ করে অনেক কিছুই শিখতে পারব। তিনি এ সময়ে ঢালিউডের অন্যতম সুদর্শন ও মেধাবী নায়ক। আমাদের জুটি সবাই পছন্দ করবেন, এটাই প্রত্যাশা।’