‘টাইগার থ্রি’ নিয়ে জাজ মাল্টিমিডিয়ার ক্ষোভের মাঝে অনুমতি পেল ‘অ্যানিমেল’
জওয়ানের পর আবারো ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেতে হিন্দি সিনেমা। এবার আসছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’। বাংলাদেশে এই সিনেমাটি আমদানি করতে যাচ্ছে কিবরিয়া ফিল্মস।
এরইমধ্যে তথ্যমন্ত্রণালয় ‘অ্যানিমেল’ সিনেমাটিকে বাংলাদেশে মুক্তির অনুমতিও দিয়েছে বলে গতকাল ২৮ নভেম্বর নিশ্চিত করেন আমদানিকারক প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু।
তিনি বলেন, “আজকে মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। সেন্সর পাওয়া বাকি, আশা করছি কাল পরশু সেন্সর করাতে পারবো। যদি সবকিছু ঠিক থাকে ১ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাবে ‘অ্য়ানিমেল’।”
ছবির নাম ভূমিকায় আছেন রণবীর কাপুর। সেই সঙ্গে দেখা যাবে রাশ্মিকা মান্দানা, অনিল কাপুর ও ববি দেওলকে।
সম্প্রতি সালমান খান অভিনীত ‘টাইগার থ্রি’ আমদানির অনুমতি দেয়া হয়নি। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ার জাজ মাল্টিমিডিয়া বিশাল দিয়েছে।
গতকালের ওই পোস্টে লেখা হয়, “১২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বলিউডের সুপারস্টার সালমান খান অভিনীত এবং ইয়াস রাজ ফিল্মস -এর স্পাই উইনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা টাইগার থ্রি।
১২ নভেম্বর জাজ মাল্টিমিডিয়ার ডিস্ট্রিবিউশনের মধ্য দিয়ে ‘টাইগার থ্রি’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি দেয়ার কথাছিল।
‘টাইগার থ্রি’ সিনেমাটির জন্য ভারতের ফিল্ম প্রোডাকশন কোম্পানি ওয়াইআরএফ -এর সাথে জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশের হল রাইটস বিষয়ে চুক্তিও করে। এরপর নিয়ম অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ে ‘টাইগার থ্রি’ সিনেমাটি আমদানীর জন্য আবেদন করে। সেই প্রেক্ষিতে ২ নভেম্বর তথ্য মন্ত্রণালয়ে একটি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে সর্বসম্মতিতে ‘টাইগার থ্রি’ সিনেমাটি আমদানীর জন্য অনুমতি প্রদান করা হয় এবং অনুমোদিত ফাইলটি মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের অনুমতির জন্য তাঁর দপ্তরে পাঠানো পর্যন্ত হয়।
জাজ মাল্টিমিডিয়া এখন পর্যন্ত ‘টাইগার থ্রি’ সিনেমাটি আমদানীর অনুমতি পায় নাই।
যেহেতু এখন পর্যন্ত ‘টাইগার থ্রি’ সিনেমাটি আমদানীর অনুমতি পায় নাই, এইজন্য কোনো দুঃখ নাই। বরং এইভেবে আনন্দিত যে, আমাদের ‘তথ্যমন্ত্রী মহোদয়’ আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কতটা চিন্তিত! বাংলা সিনেমার যাতে কোনো ক্ষতি না হয়, এই ভেবে ‘টাইগার থ্রি’ সিনেমার আমদানী বন্ধ রেখেছেন।
আমারা আশাকরি, সবসময়ের জন্য ভারতীয় সিনেমা আমদানী বন্ধ করে, আমাদের হল সমূহে বাংলা সিনেমা নির্বিঘ্নে চলার জন্য সবসময় আমাদের সাথে থাকবেন।
ধন্যবাদ মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়”